জিনান বিনতে জামান, প্রভাষক ঢাকা কলেজ, ঢাকা
কার্ল মার্কসপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্যে সমাজবিজ্ঞান প্রথম পত্র থেকে সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেয়া হলো।
সৃজনশীল প্রশ্নোত্তর
অধ্যায়-৩
অভি গতকাল একটি চলচ্চিত্র দেখল। সেখানে সে দেখতে পেল, ভূমিদাসদের সঙ্গে খামারমালিকদের দ্বন্দ্বের ফলে গ্রামের কৃষি খামারগুলো বন্ধ হয়ে যায়। ফলে গ্রামের অধিকাংশ মানুষ কাজের সন্ধানে শহরে এসে কলকারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করে। অন্যদিকে ব্যাপক হারে মুক্ত শ্রমিক পাওয়ায় ধনী লোকেরা কলকারখানা গড়ে তুলতে শুরু করল। এতে নতুন উৎপাদনব্যবস্থার সূচনা হলো।
প্রশ্ন: ক. ডুর্খেইমের মতে, আধুনিক সমাজে কোন ধরনের সংহতি বিদ্যমান?
খ. দৃষ্টবাদকে কেন অভিজ্ঞতাবাদ বলা যায়?
গ. অভির দেখা নতুন উৎপাদনব্যবস্থা কার্ল মার্কস বর্ণিত কোন উৎপাদনব্যবস্থার সঙ্গে মিল রয়েছে?
ঘ. ‘সমাজ পরিবর্তনের এই ধারাবাহিকতার মূলে রয়েছে শ্রেণিদ্বন্দ্ব’ মার্কসের ধারণার আলোকে ব্যাখ্যা কর।
উত্তর-ক: জৈবিক সংহতি।
উত্তর-খ: সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁৎ প্রত্যয়টি ব্যবহার করেন। তিনি বিবর্তনের ধারায় সমাজের বিকাশকে তিন ভাগে ভাগ করেন। সর্বশেষ স্তরকে দৃষ্টবাদী স্তর হিসেবে চিহ্নিত করেন। দৃষ্টবাদের (চড়ংরঃরারংস) মূলকথা হলো, বিজ্ঞান শুধু বাস্তব জগতের দৃষ্ট বিষয়ের বর্ণনা ও বিশ্লেষণ করবে; এর বাইরে কোনো কিছু অনুসন্ধান করবে না। এই স্তরে জ্ঞান-বিজ্ঞানের বিকাশ ঘটবে এবং সমাজ পরিচালিত হবে যুক্তি ও বাস্তবতার নিরিখে। মানুষ দৃষ্টের ভিত্তিতে ও অভিজ্ঞতার আলোকে সবকিছু অনুসন্ধান করবে। তাই দৃষ্টবাদকে অভিজ্ঞতাবাদ হিসেবে আখ্যায়িত করা যায়।
উত্তর-গ: অভির দেখা উৎপাদনব্যবস্থা পুঁজিবাদী উৎপাদনব্যবস্থার সঙ্গে মিল রয়েছে। অষ্টাদশ শতকে ইউরোপে সামন্তবাদী সমাজের অবসানের পর পুঁজিবাদের উদ্ভব। পুঁজিবাদ বলতে এমন উৎপাদনব্যবস্থাকে বোঝায়, যেখানে সম্পদ গ্রহণ, হস্তান্তর ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তি অবাধ স্বাধীনতা ভোগ করে। রাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ করে না। এই ব্যবস্থায় উৎপাদন হয় মূলত বাজারে বিক্রির জন্য। সর্বোচ্চ মুনাফা অর্জন করাই পুঁজিপতির লক্ষ্য থাকে। উদ্দীপকে দেখা যাচ্ছে, ভূমিদাসদের সঙ্গে খামারমালিকদের দ্বন্দ্বের ফলে যে ব্যবস্থা ভেঙে যায়, তা হলো সামন্তবাদ। শহরে কলকারখানা ও পুঁজির বিকাশের ফলে পুঁজিবাদের উদ্ভব হয়। তাই উদ্দীপকে কার্ল মার্কস বর্ণিত পুঁজিবাদী উৎপাদনব্যবস্থাকে নির্দেশ করা হয়েছে বলেই প্রতীয়মান।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.