জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। সৎ ও যোগ্য ব্যক্তিকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। চীনের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সাক্ষাৎ না হওয়ায় জাতীয় পার্টি মনঃক্ষুণ্ন ও মর্মাহত হয়েছে। তিনি গতকাল দুপুরে ঢাকা থেকে রংপুরে এলে তার পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। এরশাদ বলেন, চীনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কারা কারা দেখা করবেন এই সিডিউল পররাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করেছে। রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করার প্রটোকলে আমি পড়ি না। তবে বিরোধীদলের নেত্রীর সঙ্গে চীনা প্রেসিডেন্টের দেখা না হওয়াটা অত্যন্ত দুঃখজনক। কেন দেখা করা যায়নি তা পরে জানতে পারবেন বলেও জানান তিনি। তিনি আরো বলেন, আমি চীনের বন্ধু। চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর নিয়ে এরশাদ বলেন, দেশের উন্নয়নে তার সফর অনেক গুরুত্বপূর্ণ, তারা বন্ধুপ্রতিম রাষ্ট্র। দেশের আর্থ সামাজিক উন্নয়নে চীনা প্রেসিডেন্টের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাপা চেয়ারম্যান এরশাদ নির্বাচন কমিশন প্রসঙ্গে বলেন, বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। সৎ ও যোগ্য ব্যক্তিকে দিয়ে নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষের ভোটাধিকার খর্ব করেছে। আমরা এমন মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন চাই না। সার্স কমিটির মাধ্যমে হোক আর যে কোনোভাবেই হোক এমন নির্বাচন কমিশন গঠন করতে হবে যাতে নির্বাচন কমিশন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং যাদের মাধ্যমে মানুষের অধিকার আদায় হয়। এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, জেলা জাপার সদস্য সচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসীরসহ দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.