ভারতের হায়দরাবাদে মায়ের সঙ্গে কথা বলার পর আত্মহত্যা করে কলেজছাত্রী সাথভিকা।
ভারতের হায়দরাবাদের শ্রী চৈতন্য কলেজের ছাত্রী সাথভিকা (১৬)। গতকাল মঙ্গলবার সকালে অন্য সহপাঠীদের সঙ্গে যথারীতি ক্লাস করছিল সে। এর পর দুপুর সাড়ে ১২টার পর টিফিনের সময় হোস্টেলে নিজের কক্ষে গিয়ে মায়ের সঙ্গে কথা বলে সে। এর কয়েক মিনিট পরই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে এই কলেজছাত্রী।
পুলিশের ভাষ্য, ওই কলেজছাত্রী কোনো ‘সুইসাইড নোট’ লিখে যায়নি। সে মায়ের সঙ্গে হোস্টেল ছাড়ার কথা বলেছিল। পুলিশ জানায়, টিফিন শেষে দেড়টার দিকে কলেজের শিক্ষার্থীরা হোস্টেল থেকে ফেরার পথে চতুর্থ চলায় আগুন জ্বলছে দেখে। বিষয়টি তারা হোস্টেল কর্তৃপক্ষকে জানায়।খবর পেয়ে হোস্টেলের দায়িত্বে থাকা লোকজন সাথভিকার কক্ষে আগুন জ্বলতে দেখেন।হায়দরাবাদের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এন বুজঙ্গ রাও বলেন, ‘সে (কলেজছাত্রী) পেট্রল, কেরোসিন নাকি সুগন্ধি ব্যবহার করেছিল, তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না।স্কুলের কর্তাব্যক্তিরা আগুন নেভানোর পরও কক্ষটি পুড়ছিল। পরবর্তী তদন্তের জন্য আমরা মৃতদেহ ও ছাই থেকে নমুনা নিয়েছি।’আরেক পুলিশ কর্মকর্তা বলেন, ‘সে মাকে কল করেছিল। সে হোস্টেলে থাকতে চায় না বলে মাকে জানিয়েছিল।’সাথভিকার আত্মহত্যায় তাঁর কৃষক মা-বাবা হতভম্ব হয়ে গেছে। বিস্মিত হয়েছে তার বন্ধু-বান্ধবও। কারণ, ক্লাসের সেরা কয়েকজনের মধ্যে ছিল সে।তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদ জেলার সুপরিচিত বিশাখা পাবলিক স্কুল থেকে মাধ্যমিক পাস করে সাথভিকা। এরপর চলতি বছরের শুরুতে সে শ্রী চৈতন্য কলেজে ভর্তি হয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.