আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেয়া নিয়ে বিএনপিতে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে দলের একটি অংশ সম্মেলনে যাওয়ার পক্ষে মতামত তুলে ধরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সামনে। কিন্তু শুক্রবার রাত ৮টা পর্যন্ত দলীয়প্রধানের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় এমন অবস্থা হয়।
তবে শুক্রবার সকালে এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সরকারি দলের উদ্দেশে বলেন, ‘আমরা খুশি হয়েছি আমাদের দাওয়াত দিয়েছেন, আমরা আনন্দিত। আমাদের সম্মেলনে কিন্তু আপনারা আসেন নাই। সৌজন্যবোধ দেখিয়ে টেলিফোন করে দুঃখ প্রকাশও করে নাই। কিন্তু আমরা আপনাদের মতো হীনমন্য নই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সম্মেলনে যাওয়ার জন্য বলেছেন। বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই প্রমাণ আপনারা আওয়ামী লীগের সম্মেলনের দিন পাবেন ইনশাআল্লাহ। আমরা যাব।’
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বৃহস্পতিবার আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ।
তবে দলীয় সূত্রে জানা গেছে, তাদের পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য অথবা যুগ্ম মহাসচিবের নেতৃত্বে শেষ পর্যন্ত একটি প্রতিনিধিদল আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিতে পারে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.