প্রকৃতিপ্রেমী মুকিত মজুমদার বাবু। শৈশব কৈশোরের দুরন্ত সময় কেটেছে সোঁদামাটির গন্ধ আর প্রকৃতির নিবিড় সান্নিধ্যে। পরিবেশ ও প্রকৃতির সঙ্গে তাই তার গড়ে ওঠে নিবিড় সখ্য। হৃদয় দিয়ে অনুভব করেন পরিবেশ ও প্রকৃতির আনন্দ-উচ্ছ্বাস পৃষ্ঠা ৯ কলাম ৪ , দুঃখ-বেদনা। অন্তর দিয়ে অনুধাবন করেন পরিবেশ ও প্রকৃতির ভাষা। তাই তো বিষণ্ন পরিবেশ ও প্রকৃতিকে প্রসন্ন করতে তার নিরন্তর পথচলা। এ পথচলায় তিনি উপলব্ধি করেছেন বাংলার পরিবেশ ও প্রকৃতি আজ অনেকটাই বিবর্ণ। তাই পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে ২০০৯ সালে প্রতিষ্ঠা করেন ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’। তারই পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় চ্যানেল আইতে নিয়মিত প্রচার হচ্ছে বাংলাদেশের প্রথম পরিবেশ ও প্রকৃতির নতুনমাত্রার গবেষণাধর্মী, তথ্যবহুল ও শিক্ষামূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’। তিনি পরিবেশ ও প্রকৃতির সমসাময়িক বৈচিত্র্যময় বিষয় নিয়ে প্রকাশিত ত্রৈমাসিক ‘প্রকৃতিবার্তা’র সম্পাদকমণ্ডলীর সভাপতি। সম্পাদনা করছেন বহুল প্রচারিত দৈনিক যুগান্তরে পরিবেশবিষয়ক পাক্ষিক পূর্ণাঙ্গ রঙিন পাতা ‘প্রকৃতি ও জীবন’। এছাড়া তার সম্পাদিত ও লিখিত প্রকৃতি বিষয়ক বেশ কিছু গ্রন্থ রয়েছে। ইমপ্রেস গ্রুপের অন্যতম পরিচালক মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু পরাধীনতার শৃঙ্খল ছিঁড়তে ১৯৭১ সালে যুদ্ধ করেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। দেশ স্বাধীন হলেও সে যুদ্ধ তার আজও চলমান। এ যুদ্ধ সবুজে সবুজে দেশটিকে ভরিয়ে দিতে, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ করতে। পরিবেশ বিষয়ক বহুমাত্রিক কাজের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় পরিবেশ পদক-২০১৫’, ‘ঢাকা আহছানিয়া মিশন চাঁদ সুলতানা পুরস্কার-২০১৫’, ‘বিজনেস এক্সিলেন্সি অ্যাওয়ার্ড সিঙ্গাপুর-২০১৪’, ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৩’, ‘এইচএসবিসি-দি ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড-২০১২’সহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন মুকিত মজুমদার বাবু ও তারই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। স্ত্রী রন্ধনশিল্পী কেকা ফেরদৌসি, মেয়ে সোনালি, জামাতা তারিফ, ছেলে আকাশ ও আদরের নাতি কায়সানকে নিয়ে এই প্রকৃতিপুত্রের সুখের সংসার। প্রকৃতি অন্তপ্রাণ এ মানুষটি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.