ডনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন সিনেটর এলিজাবেথ ওয়ারেন। নিউ হ্যাম্পশায়ারে আয়োজিত হিলারি ক্লিনটনের সমর্থনে এক র্যালিতে তিনি ডনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি মানব সন্তানকে অসম্মান, আগ্রাসীভাবে অসম্মান করেছেন। চূড়ান্ত ও শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে হিলারি ক্লিনটনকে ‘সাচ এ ন্যাস্টি ওম্যান’ হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। এর জবাবে ডেমোক্রেট দলীয় এই সিনেটর বলেন, ৮ই নভেম্বর আমরা জবাব দেবো। আমরা ন্যাস্টি (খারাপ) নারীরা আমাদের ন্যাস্টি ভোটে আমাদের ন্যাস্টি পা বাড়াতে যাচ্ছি। এর মাধ্যমে আমাদের জীবন থেকে আপনাকে (ট্রাম্প) চিরদিনের জন্য বিদায় জানাবো। ক্ষোভের এই জ্বালা যখন এলিজাবেথের কণ্ঠে ঝরছিল তখন তিনি ট্রাম্পকে নারীদের নিয়ে নোংরা ভাষা ব্যবহার করারও সমালোচনা করেন। তুলে ধরেন ২০০৫ সালের অডিও-ভিডিও টেপের প্রসঙ্গ। এলিজাবেথ ওয়ারেন বলেন, ট্রাম্প ভেবে থাকতে পারেন যে, যেহেতু তিনি মুখর, অনেক কথা বলতে পারেন তাই তিনি নাগালে পাওয়া যেকোনো নারীর ওপর ঝাঁপিয়ে পড়তে পারেন। ওদিকে জনমত জরিপে পিছিয়ে পড়া ডনাল্ড ট্রাম্পকে নেভাদার সর্বাধিক প্রচারিত সংবাদপত্র দ্য লাস ভেগাস রিভিউ-জার্নাল রোববার সমর্থন দিয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.