সোমবার ছিল চিত্রনায়িকা পরীমনির জন্মদিন। অন্য বছরের চেয়ে এবারের জন্মদিনটাকে বেশি আনন্দময় করে তুলেছিলেন তিনি। দিনের প্রথমভাগেই শিডিউল রেখেছিলেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। এনজিও প্রতিষ্ঠান ইটস হিউমিনিটি ফাউন্ডেশনের গড়া স্কুলে সুবিধাবঞ্চিত অনেক শিশু পড়াশোনা করে। পরীমনি তার এবারের জন্মদিনে তাদের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন। শিশুদেরকে নিজে খাইয়েছেনও। টঙ্গীর চেরাগ আলীতে অবস্থিত সেই আইএইচএফ স্কুলে পরীমনি সোমবার সকাল ১১টায় উপস্থিত হন। দুপুরের দিকে তিনি স্কুলের শিশুদের সঙ্গে কেক কাটেন। এরপর ৭০ জন সুবিধাবঞ্চিত শিশুর সঙ্গে খাবারও খেয়েছেন তিনি। জন্মদিনে তাদের জন্য খাবাবের ব্যবস্থা করেছেন এ চিত্রনায়িকা। সে সঙ্গে শিশুদের মাঝে লেখাপড়ার সামগ্রীও বিতরণ করেন। নিজের ভালো লাগার কথা জানাতে গিয়ে পরীমনি বলেন, শিশুদের সঙ্গে সময় কাটানোর আনন্দের কথা বলে শেষ করা যাবে না। যখন শিশুদের মাথায় জন্মদিনের টুপি পরিয়ে দিয়ে একসঙ্গে কেক কাটছিলাম, তখন তাদের চোখে মুখে যে আনন্দ দেখেছি, আমার খুব ভালো লাগছিল। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটান পরীমনি। তিনি ছাড়া এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন আইএইচএফ-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আদনান হোসেন, এক্সিকিউটিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট শায়লা সিদ্দিক ও প্রজেক্ট অফিসার সোহরাব হোসেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.