অভ্যন্তরীণ কোন্দলের কারণে জাতীয় শোক দিবসের কর্মসূচিতেও এক হতে পারেনি নেত্রকোনার পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ। সোমবার উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকীতে সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সমর্থক নেতাকর্মীরা পৃথকস্থানে শোক দিবসের কর্মসূচি পালন করে।
শোক দিবস উপলক্ষে উপজেলার দলীয় কার্যালয়ে দলের সহসভাপতি জাবেদ আলী তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভাশেষে র্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল। আলোচনায় বক্তব্য দেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, জ্যেষ্ঠ সহসভাপতি ইমাম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ।
অপরদিকে দলীয় কার্যালয় থেকে মাত্র কয়েক গজ দূরে জামতলা থেকে শোক র্যালি বের করে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয় আহমদ হোসেন সমর্থক দলের নেতাকর্মীরা। এতে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল ওয়াহেদ মৌলবি সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু।
আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের শিক্ষা-সাংস্কৃতিক বিষয়ক সাবেক সম্পাদক কফিল উদ্দিন খান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম মাজহারুল ইসলাম, মিজানুর রহমান মুজিবুর, সম্মানিত সদস্য লুৎফর রহমান, ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মনি প্রমুখ।
উভয় পক্ষের নেতাকর্মীরা শোক দিবসকে কেন্দ্র করে পৃথক কাঙালি ভোজের আয়োজন করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, শোক দিবস পালন নিয়ে দুইপক্ষের নেতাকর্মীদের মধ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.