দুর্নীতির ধারণা সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থানের কিঞ্চিৎ উন্নতি হয়েছে। বর্তমান সূচকে আগের চেয়ে দুই ধাপ এগিয়ে বর্তমান অবস্থান দাঁড়িয়েছে ১৫তম। বুধবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে এ প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
২০১৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম। ২০১৪ সালে ছিল ১৪তম, ২০১৩ সালে ছিল ১৬তম এবং ২০১২ সালে ছিল ১৩তম স্থানে ছিল।
বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১০ স্কোর পেয়ে সোমালিয়া রয়েছে সর্বনিম্নে। এছাড়া ১১ স্কোর পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান এবং ১২ স্কোর পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভূটান। ২০১৬ সালের সিপিআই তথ্য অনুযায়ী এ দেশটির স্কোর ৬৫ এবং উর্ধ্বক্রম অনুযায়ী অবস্থান ২৭। পরের অবস্থানে রয়েছে ভারত, যার স্কোর ৪০ এবং অবস্থান ৭৯। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৩৬ স্কোর পেয়ে ৯৫ তম অবস্থানে যৌথভাবে রয়েছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা।
এরপর ৩২ স্কোর পেয়ে ১১৬ তম অবস্থানে রয়েছে পাকিস্তান। অন্যদিকে ২৯ স্কোর পেয়ে ১৩১ তম অবস্থানে রয়েছে নেপাল। বাংলাদেশের পরে ১৫ স্কোর পেয়ে সূচকে নিম্নক্রম অনুযায়ী ষষ্ঠ অবস্থানে রয়েছে আফগানিস্তান।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.