জাতীয় দলের জার্সি গায়ে অভিষেকের প্রহর গুনছিলেন জেমি ভার্ডি। এমন সময় খবর এলো জায়ান্ট ক্লাব আর্সেনাল নিতে চাইছে তাকে। ভার্ডির জন্য লেস্টার সিটির নির্ধারিত ২০ মিলিয়ন পাউন্ডের বাই-আউট ক্লজও গুনতে রাজি আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। পাঠক জরিপে ভার্ডির লেস্টার ত্যাগের পক্ষে রায় দিচ্ছিলেন বৃটিশ ফুটবল সমর্থকরাও। তবে জেমি ভার্ডি থেকে গেলেন পুরনো দলেই। লেস্টারের সঙ্গে করলেন পাঁচ বছরের নতুন চুক্তি। জেমি ভার্ডি বলেন, আবেগ ও বিবেক দিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তিনি বলেন, প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের আগে আপনার সময় নেয়া উচিত। পরিবারের মত জানা উচিত। কী ঘটতে পারে, কী নয়, কোথায় থাকবেন, কোথায় নয়। সর্বশেষ ইউরো কাপে ইংল্যান্ড দলের অন্যতম ভরসাটা ছিল জেমি ভার্ডিতে। আর ফ্রান্সের মাটিতে এ আসরেও ভার্ডির দিকে আলাদা নজর রেখেছিলেন আর্সেনালের ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গার। আসরের গ্রুপ পর্বে ইংল্যান্ডের শেষ ম্যাচের আগে নিজের মনস্থির করেন জেমি ভার্ডি। ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্ডি বলেন, আমার মন ও মগজ উভয়েই বলছিল থেকে (লেস্টার সিটিতে) যেতে। লেস্টার সিটি উঠতির দিকে। আর ক্রমেই উন্নতি করবে তারা। দলবদল শুরুর আগে গুজব রটেছিল বেশ। তবে তারাও উন্নতির ধারা ধরে রাথতে চায়। আমিও এর অংশ থাকতে চাই। ফ্লিটউড ক্লাব থেকে আমি এখানে যোগ দিয়েছি পাঁচ বছর আগে। পরে কেবল উন্নতিই দেখছি আমরা। পুরো বিষয়টা আমার ওপর নির্ভর করছিল। এমন ঘটনায় অনেক কথাই বাতাসে ওড়ে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা খেলোয়াড়েরই। আপনি যখন মনে করবেন এটা আপনার জন্য ভালো নয়, তা করবেন না। আমি আমার আবেগ ও বিবেক দিয়েই সিদ্ধান্ত নিলাম। আর শেষ পর্যন্ত সিদ্ধান্তটা সহজই ছিল। গত মৌসুম লেস্টার সিটির সাফল্যের গল্পটা ছিল রূপকথার মতো। আগের মৌসুমের একবারে শেষ ম্যাচে অবনমন ঠেকে ইংলিশ প্রিমিয়ার লীগে সেবারের নবাগত দল লেস্টার সিটির। আর সর্বশেষ প্রিমিয়ার লীগে আর্সেনাল, টটেনহ্যাম, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুলের মতো জায়ান্ট দলগুলোকে পেছনে ফেলে লেস্টার সিটি কুড়ায় শিরোপার গৌরব। লেস্টারের আলজেরিয়ান মিডফিল্ডার রিয়াদ মাহরেজ কুড়ান প্রিমিয়ার লীগের মৌসুম সেরা খেলোয়াাড়ের খেতাব। এতে ইউরোপের বড় ক্লাবগুলোর নজর পড়ে লেস্টারের আলোকোজ্জ্বল তারকাদের দিকে। তবে ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার এন’গোলো কান্টে ছাড়া বাকিদের দলে রেখে দিতে সমর্থ্য হন লেস্টারে ইতালিয়ান কোচ ক্লাউদিও রানিয়েরি। মাহরেজ, ওয়েস মরগ্যান, ক্যাসপার স্মাইকেল, ভার্ডি, ড্যানি ড্রিংকওয়াটারদের সঙ্গে এবার যোগ দিয়েছেন আলজেরিয়ার ইনফর্ম স্ট্রাইকার ইসলাম স্লিমানি। ভার্ডির আর্সেনালে না যাওয়ার পেছনে কারও বিশেষ ভূমিকা ছিল? ভার্ডি বলেন, না। আমরা এমনই। আমরা একদল ভাইয়ের মতো। সম্প্রতি ভিন্ন ভিন্ন ঘটনায় স্পট লাইট পড়ছিল জেমি ভার্ডির দিকে। প্রিমিয়ার লীগ শিরোপা, গোলের দারুণ রেকর্ড, জাতীয় দলে ডাক, বিয়ে, হলিউড চলচ্চিত্রের প্রযোজনা, ক্যাসিনোতে বর্ণবাদী ঘটনায় জড়ানো ও ক্ষমা চাওয়া- গত এক বছরে নিজের কেমন পরিবর্তন দেখছেন? আগামী বছর মুক্তি পাচ্ছে এ ইংলিশ ফুটবলারের জীবনী নিয়ে হলিউড চলচ্চিত্র ‘জেমি ভার্ডি’। এর পরিচালনা করছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অ্যাড্রিয়ান বুশার্ট। জেমি ভার্ডি বলেন, হ্যাঁ, আমি বাড়ির বাইরে যেতে পারি না। নির্বিঘ্নে কেনাকাটা করতে পারি না। দেখলে অনেকেই ছবি তুলতে চায়। সমস্যাটা হয় যখন আমার কোলে আমার শিশু কন্যা থাকে এবং সে অস্বস্তিতে থাকে। আমি সুন্দরভাবে বোঝাতে চেষ্টা করি। এবং অনেকেই বুঝতে পারেন তা। ভার্ডি বলেন পাগল নাকি, আমি আগের মতোই আছি। আমি একটুও বদলাইনি। জাতীয় দলে সাফল্য চান জেমি ভার্ডি। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে নজর কাড়তে চান, লেস্টার সিটিকে আরো শিরোপা এনে দিতে চান। জেমি ভার্ডি বলেন, শীর্ষেরও শীর্ষ থাকে। আপনাকে শুধু এগিয়ে যেতে হবে। আপনার থেমে পড়া যাবে না। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে টানা ১১ ম্যাচে গোল পান ভার্ডি। এতে তিনি ভেঙে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ্ স্ট্রাইকার রুড ভ্যান নিস্টেলরয়ের টানা ১০ ম্যাচে গোলের রেকর্ডটি। আর জেমি ভার্ডি চলচ্চিত্রের পরিচালক অ্যাড্রিয়ান বুশার্ট বলেন, লস অ্যাঞ্জেলেসে তখন সকাল ৯টা বাজে। আমি প্রিমিয়ার লীগের খেলা দেখছিলাম। নাস্তা করতে করতে দেখলাম ম্যাচে এক গোল নিয়ে নিস্টেলরয়ের রেকর্ড ভেঙে দিলেন ভার্ডি। গ্যালারিতে দর্শকের ও ভার্ডির চোখে মুখে এর প্রতিক্রিয়া দেখলাম। এরপরই চিন্তা করলাম এ নিয়ে সিনেমা বানাতে হয়! কোচ যখন ‘ফ্যান’
ইউরো কাপের দ্বিতীয় রাউন্ডে আইসল্যান্ডের কাছে হার শেষে পদত্যাগ করেন ইংল্যান্ড কোচ রয় হজসন। আর ভার্ডি জানেন ইংল্যান্ড দলের নতুন কোচ স্যাম অ্যালারডাইসের পছন্দের খেলোয়াড় তিনি। সম্প্রতি স্যাম অ্যালারডাইস বলেন, ওয়েস্ট হ্যামের কোচ থাকাকালে তিনি ভার্ডিকে দলে নিতে চেয়েছিলেন। ভার্ডি তখন ইংলিশ নন-লীগ ক্লাব ফ্লিটউডের খেলোয়াড়। জেমি ভার্ডি বলেন, তার (স্যাম) সবচেয়ে ভালো বিষয়টি হলো, আমরা ক্লাবে যেমন থাকি তিনি তেমনটাই চান। তিনি খেলোয়াড়দের কাছে খেলাটা আনন্দদায়ক রাখতে চান। সর্বশেষ ইউরো কাপে ইংল্যান্ডের শুরুর একাদশের বাইরে থাকতে দেখা গিয়েছিল জেমি ভার্ডিকে। ভার্ডি বলেন, আপনি চাইলে আমি লেফট-ব্যাক পজিশনেও খেলতে পারি। খেলার ফরমেশন যাই হোক আর যে পজিশনেই খেলি আমি আমার ১১০% দিতে চাইবো। ২০১২-১৩ সালে লেস্টার সিটিতে পাড়ি দেন জেমি ভার্ডি। পরের মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে প্রিমিয়ার লীগে উন্নীত হয় লেস্টার সিটি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.