নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে ভ্যান চালক মমিনুর রহমানের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা রেলগেট সংলগ্ন একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
মমিনুর রহমানের বাড়ি পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার কালিস্তান গ্রামে। এ ঘটনায় তার স্ত্রী গোলাপী বেগম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মুমিনুল বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে আর ফিরেনি।
গোলাপী বেগম বলেন, ‘আমার স্বামী কি এমন অপরাধ করেছে যে, মানুষ তাকে মেরে ফেলবে? আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ অপরাধীদের শাস্তি চাই।’
হাতীবান্ধা থানার ওসি তদন্ত আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, মমিনুরের লাশের সঙ্গে একটি মোবাইলফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। মোবাইলের কললিস্টের সূত্রে ধরে ঘটনার ক্লু বের করার চেষ্টা চলছে।