একসময় এটি ছিল বলিভিয়ার দ্বিতীয় বৃহত্তম হ্রদ। কিন্তু এখন এই হ্রদটি আর নেই। স্যাটেলাইট থেকে নেয়া নতুন ছবিতে দেখা গেছে পুপো নামের এ হ্রদটি সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে। আর এর ফলে হ্রদের আশপাশের জীববৈচিত্র্যের ওপর মারাÍক প্রভাব পড়েছে। বলিভিয়ার বৃহত্তম টিটিকাকা হ্রদের পরেই পুপো হ্রদের অবস্থান। আগে এর আয়তন ছিল প্রায় ৩ হাজার বর্গমিটার। এটি এখন শুকনো খটখটে হয়ে মরুভূমিতে পরিণত হয়েছে।
স্যাটেলাইট থেকে এপ্রিল ২০১৪, জুলাই ২০১৫ এবং জানুয়ারি ২০১৬-তে এ হ্রদের নেয়া ৩টি ছবিতে দেখা যায় কিভাবে হ্রদের পানি ক্রমশ শুকিয়ে গেছে। তবে বলিভিয়ার প্রেসিডেন্ট বলেছেন, এটা আসলে প্রাকৃতিক ঘটনা। প্রতি শুষ্ক মৌসুমেই এ হ্রদ শুকিয়ে যায়। বর্ষা এলে আবার তা ভরে ওঠে। কিন্তু দুশ্চিন্তার বিষয় হল, এই অঞ্চলে বৃষ্টির পরিমাণ কমে গেছে আশংকাজনকভাবে। প্রাকৃতিক আর মানবসৃষ্ট বিভিন্ন কারণ রয়েছে এর পেছনে। গত ৩ দশকে এ এলাকার তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে যেসব নদী থেকে এই হ্রদে পানি আসত সেগুলোর পানি কৃষিকাজ এবং অন্যান্য কারণে ব্যবহƒত হওয়ার ফলেও পানি শুকিয়ে গেছে পুপোর। অবশ্য ১৯৮০ সালেও একবার পুরোপুরি শুকিয়ে গিয়েছিল পুপো হ্রদের পানি। তবে পানি আবার ফিরে এসেছিল। কিন্তু এখন যা অবস্থা তাতে পানি এই হ্রদে আবার ফিরে আসবে কিনা তা নিয়ে সন্দিহান হ্রদের ওপর নির্ভরশীল জনগোষ্ঠী। প্রায় ৩৫০টি পরিবার তাদের জীবিকা নির্বাহ করত পুপো হ্রদে মাছ ধরে এবং অন্যান্য কাজ করে। কিন্তু হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় তাদের জীবনযাত্রা এখন হুমকির মুখে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.