মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সম্ভাব্য হামলার আশংকায় ভারতে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ভারতের মার্কিন দূতাবাস এ সতর্কতা জারি করেছে বলে বুধবার টাইমস অব ইন্ডিয়া খবর দিয়েছে।
আইএস ভারতকে আক্রমণের লক্ষ্যবস্তু করতে চায়- গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের প্রেক্ষাপটে প্রথম এ ধরনের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস।
এক বিবৃতিতে ভারতের মার্কিন দূতাবাস বলেছে, সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন ভারতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় আইএসআইএলের (ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত) আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।
এতে বলা হয়, ‘ভারতের ধর্মীয় স্থান, মার্কেট ও উৎসবের স্থানগুলোর মতো যেসব জায়গায় পশ্চিমাদের যাতায়াত রয়েছে, সেগুলোতে হামলার হুমকি বাড়ায় যুক্তরাষ্ট্র দূতাবাস (নাগরিকদের) সতর্ক করছে।’
যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে চলাচলে পররাষ্ট্র দফতরের জারি করা সতর্কীকরণ বার্তা মেনে চলার পরামর্শও দেয়া হয়।
এরআগে গত ৯ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দফতর এক নিরাপত্তাবার্তায় জানায়, ভারত অব্যাহতভাবে সন্ত্রাসী হামলা মোকাবেলা করছে এবং দেশটিতে চলমান বিভিন্ন জঙ্গি তৎপরতায় মার্কিন নাগরিকরাও প্রত্যক্ষ-পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হরকত-উল জিহাদ, জইসে-ই মুহাম্মদ এবং লস্কর-ই তৈয়েবার মতো পশ্চিমাবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী ভারতে সক্রিয় রয়েছে।
এর নয় দিন পর ১৯ সেপ্টেম্বর বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সৈন্য নিহত হয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.