অবশেষে বার্সেলোনাকে হারিয়ে প্রতিশোধ নিলো ম্যানচেস্টার সিটি। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে স্পেনের ক্লাবটিকে তারা হারালো ৩-১ গোলে। ইউরোপ সেরা লড়াইয়ে এই প্রথম বার্সেলোনাকে হারালো ইত্তিহাদের দলটি। এর আগে পাঁচবারের মুখোমুখির প্রতিবার হারে ম্যানসিটি। সর্বশেষ চলতি মৌসুমে গ্রুপ পর্বের প্রথম লেগে ন্যু ক্যাম্প থেকে ৪-০ গোলের হার নিয়ে ফেরে তারা। ওই হারের পর বড় সমালোচনায় পড়েছিলেন সিটির কোচ পেপ গার্দিওলা। তবে সাবেক ক্লাব বার্সেলোনাকে বড় ব্যবধানে হারিয়ে সমালোচকদের মুখ বন্ধ করলেন গার্দিওলা। এই জয়টিকে গার্দিওলা বললেন তার জন্য মাইলফলক। এছাড়া বার্সেলোনাকে বিশ্বের সেরা দলের স্বীকৃতি দিয়ে তাদের হারানো ম্যানসিটির বড় অর্জন বলে নিজের অভিব্যক্তি ব্যক্ত করলেন সিটির কোচ। এ জয়টি ম্যানসিটিকে নতুন উদ্যম দেবে বলেও মনে করেন তিনি। ১৯৯৮-৯৯ মৌসুমের পর বার্সেলোনার জালে ইংল্যান্ডের কোনো ক্লাব তিন বা তারচেয়ে বেশি গোল দিতে পারেনি। কিন্তু এবার সেটা করলো ম্যানসিটি। ১৭ বছর আগে বার্সেলোনার জালে তিনের বেশি গোল দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরই সঙ্গে ইংল্যান্ডের কোনো ক্লাবের বিপক্ষে টানা ৭ ম্যাচ জয়ের পর হার দেখলো বার্সেলোনা। ইত্তিহাদে এদিন ম্যাচের প্রথমার্ধে সফরকারী বার্সেলোনার দাপট ছিল। লিওনেল মেসির গোলে ২১ মিনিটেই এগিয়ে যায় কাতালানরা। চ্যাম্পিয়ন্স লীগে এটা মেসির ৯০তম গোল। ইংলিশ দলের বিপক্ষে সর্বশেষ ১৪ ম্যাচে এটি মেসির ১৬তম গোল। প্রথমার্ধে পিছিয়ে থেকে শেষ করতে যাচ্ছিল ম্যানসিটি। কিন্তু ৩৯ মিনিটে বার্সেলোনার সার্জি রবার্তোর ভুলে ম্যানসিটির রহিম স্টার্লিং কাজে লাগান। তিনি বলটি এগিয়ে দেন গানডোগানের কাছে। তিনি দারুণ গোলে স্বাগতিকদের সমতায় ফেরান। এরপর দ্বিতীয়ার্ধে ৫১ মিনিট ম্যানসিটিকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইনা। আর ৭৪ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে সফরকারীদের বড় জয় নিশ্চিত করেন গানডোগান। এতে গ্রুপ পর্বে ৪ ম্যাচে ২ জয়, এক ড্র ও এক হারে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় স্থানে ম্যানসিটি। আর ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এই গ্রুপ থেকে এখনো কেউ শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি। বরুসিয়া মুনশেনগ্লাডবাখ ও সেল্টিকের মধ্যকার গ্রুপের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয় । মঙ্গলবারের ফল বেসিকতাস ১-১ নাপোলি বাসেল ১-২ পিএসজি লুদোগরেতস ২-৩ আর্সেনাল বেনফিকা ১-০ কিয়েভ মুনশেনগ্লাডবাখ ১-১ সেল্টিক ম্যানসিটি ৩-১ বার্সেলোনা অ্যাটলেটিকো ২-১ এফসি রোস্তভ আইন্দহোফেন ১-২ বায়ার্ন মিউনিখ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.