ঢাকা, ১১ এপ্রিল- বাংলাদেশ মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র চেয়ারম্যান আবদুল মান্নান বলেছেন, ‘উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করতে গবেষণাভিত্তিক শিখন-পাঠদান পদ্ধতি আবশ্যক। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় উপযুক্ত এবং সময়োপযোগী অনুশীলনের কোনো বিকল্প নেই।’
সোমবার (১১ এপ্রিল) বাংলাদেশ মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘বেস্ট প্রাক্টিসেস অব টিচিং অ্যান্ড লার্নিং ইন হায়ার অ্যাডুকেশন থ্রো রিসার্চ’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসি চেয়াম্যান বলেন, ‘বর্তমান বিশ্ব প্রতিযোগিতায় টিকতে হলে উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হবে। শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে শিখন এবং পাঠদান পদ্ধতির সর্বোত্তম অনুশীলন আব্যশক।’
ইউজিসি সদস্য অধ্যাপক ডা. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনের সেক্রেটারি ডা. ফেডেরিক জেনজেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডা. শেরমাইন ইয়ং এবং সিনিয়র প্রভাষক ডা. জুলিয়ান ড্রগন।
এসময় ফেডরেক জেনজেন বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এ দু’টি প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক এবং গবেষণা বিষয়ে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউজিসি সদস্য অধ্যাপক ডা. দিল আফরোজা বেগম, অধ্যাপক ডা. মো. আখতার হোসেন, অধ্যাপক ডা. এম. শাহ্ নওয়াজ আলি, ইউজিসি সচিব ডা. মো. খালেদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডীন, ইউজিসি ও ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রতিনিধিগণ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.