ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, টেলিটকের নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে ৬১০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়াও তিন হাজার কোটি টাকার আরেকটি প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেটি অনুমোদিত হলে ইউনিয়ন ও গ্রাম পর্যায় পর্যন্ত থ্রিজি সেবা চালু করা যাবে। গতকাল ঢাকার গুলশানে টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন- টেলিটকের নতুন অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে নেটওয়ার্ক সম্প্রসারণ ও লোকবল বৃদ্ধির মাধ্যমে টেলিটককে বাজার প্রতিযোগিতায় সক্ষম করে তোলা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নেটওয়ার্ক। কারণ গ্রামেগঞ্জে নেটওয়ার্ক না পেলে গ্রাহকরা বাধ্য হয়ে অন্য অপারেটরের সিম ব্যবহার করবে। গ্রাহকদের টেলিটকের সিম ব্যবহারের আগ্রহ রয়েছে জানিয়ে তারানা হালিম বলেন, ২০১৮ সালের মধ্যে নেটওয়ার্ক পরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হলে টেলিটক বাজারে প্রতিযোগিতা করতে পারবে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দু’টি ডেটা কার্ড, ৯ টাকায় ৫০ এম.বি এবং ১৯ টাকায় ১২৫ এম.বি-এর উদ্বোধন করেন। এছাড়া প্রতিমন্ত্রী ফেসবুকের এক ফলোয়াবের অব্যাহত অনুরোধে সাড়া দিয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৫০ টাকায় এক জিবি ইন্টারনেট ১ মাসের মেয়াদসহ চালুর জন্য টেলিটকের কর্মকর্তাদের বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আহমেদসহ টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.