অনলাইন ডেস্ক: ম্যাথু হেইডেন। নিজের জমানায় বোলারদের শাসন করেছেন নির্দয়ভাবে। অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন তিন ফরম্যাটের ক্রিকেটই। ১০৩ টেস্টে তার শতক ৩০টি। এর মধ্যে আবার ৩৮০ রানের ইনিংসও আছে। ওয়ানডে খেলেছেন ১৬১টি। ১০ সেঞ্চুরিতে রান করেছেন ৬১৩৩। সর্বোচ্চ ইনিংস ১৮১ রানের। তাও অপরাজিত। এ ছাড়া ৯টি কুড়ি ওভারের ম্যাচ খেলে চারটিতেই করেন হাফ সেঞ্চুরি। ৫১.৩৩ গড়ে মোট রান করেছিলেন ৩০৮। সময়ের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর বাঁহাতি এই ওপেনার এখন কাজ করে যাচ্ছেন ধারাভাষ্যকার হিসেবে। আর এ কারণে খুবই কাছে থেকে ভালোভাবে পরখ করতে পারেন হাল জমানার ক্রিকেটারদের। তা যেমন ব্যাটিংয়ে, তেমনি বোলিংয়েও। বাদ যায় না ফিল্ডিংও। সেই ম্যাথু হেইডেন এখন ধারাভাষ্য দিতে অবস্থান করছেন ভারতে। তার দৃষ্টিও এড়ায়নি বিশ্ব ক্রিকেটের নতুন সেনসেশন কাটার মাস্টার মুস্তাফিজের দস্যুপনা! নিজেও মুগ্ধ মুস্তাফিজের তেলিসমাতিতে। লুকিয়ে রাখতে পারেননি নিজের প্রতিক্রিয়া।
সোমবার হায়দরাবাদে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজের বোলিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। তার প্রশংসায় ছিলেন ভারতেরও তরুণ বোলার মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলা জাসপ্রিত বুমরাও। আবার দু’জনের তুলনা করতে গিয়ে তিনি এগিয়ে রেখেছেন মুস্তাফিজকেই। তিনি বলেন, ‘আইপিএলে এবারের আসরে এখন পর্যন্ত সবার নজর কেড়েছেন দু’জন বোলার। তারা হলের মুস্তাফিজ ও বুমরা। দু’জনেই অন্য সব তরুণদের চেয়ে অনেক এগিয়ে আছেন। এশিয়া কাপের আসরে মুস্তাফিজের খেলা নিয়ে স্মৃতিচারণও করেন হেইডেন। তিনি বলেন, ‘এশিয়া কাপেও মুস্তাফিজ দারুণ বোলিং করেছে। সব রকমের উইকেট সম্বন্ধে ওর ভালো ধারণা আছে। কোন উইকেটে কী রকম বোলিং করতে হবে তা সে ভালোভাবেই জানে। ওর ক্রিকেট মেধা খুবই ভালো। যে কারণে সহজেই ব্যাটসম্যানদের বুঝতে পারে। বয়সের তুলনায় তার জানার পরিমাণ অসাধারণ। হেইডেন এবারের আইপিএলে তার দৃষ্টিতে সেরা দুই তরুণ বোলার মুস্তাফিজ ও বুমরার মাঝে তুলনা করে সেখানেও এগিয়ে রেখেছেন মুস্তাফিজকে। হায়দরাবাদ ও মুম্বাইয়ের ম্যাচে টিভি দর্শক জরিপে প্রশ্ন ছিল এই দু’জনের মাঝে স্লগ ওভারে কে সেরা? সেখানে পাল্লা ভারি হয়েছে বুমরারই। তার পক্ষে ভোট পড়েছে ৫২ শতাংশ। সেখানে মুস্তাফিজের পক্ষে ভোটের পরিমাণ ছিল ৪৮ শতাংশ। কিন্তু হেইডেন দ্বিমত পোষণ করেন। তার রায় মুস্তাফিজের দিকেই। তিনি বলেন, স্লগ ওভারে মুস্তাফিজই এগিয়ে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.