রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের মেলা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে এ মেলা। তবে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বিকেলে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান মেলার উদ্বোধন করে বলেন, স্মার্ট যন্ত্র বা অত্যাধুনিক মুঠোফোনই দূর যোগাযোগের মূল মাধ্যম হয়ে উঠছে আজ। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘অত্যাধুনিক মুঠোফোনে ব্যবহারের জন্য বিষয়বস্তু (কনটেন্ট) তৈরির উদ্যোগ নিয়েছি আমরা। মাতৃভাষায় কনটেন্ট উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্মার্টফোন এবং স্মার্ট যন্ত্রের ব্যবহার বাড়বে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি মোস্তাফা জব্বার, গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ প্রমুখ। ‘এডেটা স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৭’ নামের এই মেলায় পাওয়া যাচ্ছে নানা ধরনের অনুষঙ্গসহ স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার। মেলার আয়োজক এক্সপো মেকারের পরিচালনপ্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘এবারের মেলায় ১৯টি ব্র্যান্ড অংশ নিচ্ছে। প্রথম দিনই আমরা ভালো সাড়া পেয়েছি।’ গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, ক্রেতাদের আগ্রহ নতুন নতুন স্মার্টফোনেই বেশি। যাত্রাবাড়ী থেকে আসা মাহমুদুর রহমান বলেন, ‘বাণিজ্য মেলা ঘুরতে এসে স্মার্টফোন মেলা ঘুরে যাচ্ছি। একটি স্টলে স্মার্টঘড়ি দেখলাম, ভাবছি ঘড়ি কিনব।’ এবারের মেলায় স্যামসাং, হুয়াওয়ে, লিনেক্স মোবাইল, অপ্পো, সিম্ফনি, উই, লাভা, শাওমি, মাইক্রোম্যাক্স, লেনোভো, কুলপ্যাড, ম্যাঙ্গো, মেইজু, সেলস্ট্রিম, গ্যাজেট গ্যাং সেভেন, কিকশা ডটকম, আজকের ডিল ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা উপলক্ষে ফেসবুক পেজে (www.facebook.com/STExpo) ‘স্মার্ট ব্যাটল ২০১৭’ নামের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এক্সপো মেকারের আয়োজনে এটি সপ্তম স্মার্টফোন মেলা। তিন দিনের এ মেলা শেষ হবে আগামীকাল শনিবার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। তবে শিক্ষার্থী এবং প্রতিবন্ধীদের জন্য টিকিট লাগবে না।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.