২০১৬-১৭ মৌসুমে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে মঙ্গলাবর শেষ ষোলো নিশ্চিত করলো চারটি দল। ‘এ’ গ্রুপের আর্সেনাল ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং ‘ডি’ গ্রুপের অ্যাটলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ এই যোগ্যতা অর্জন করেছে। গ্রুপ পর্বের চার ম্যাচেই তারা নকআউট পর্বে উঠে গেছে। তবে ‘বি’ ও ‘সি’ গ্রুপের দুটি দলকে পরের রাউন্ডের জন্য সামনের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। গ্রুপ পর্বে চতুর্থ ম্যাচে ‘এ’ গ্রুপের আর্সেনাল ৩-২ গোলে হারিয়েছে লুদোগরেতসকে। আর ফরাসি ক্লাব পিএসজি ২-১ গোলে হারায় সুইস ক্লাব বাসেলকে। এ দুটি ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় একেবারে শেষ মুহূর্তে। ম্যাচের একেবারে শেষ সেকেন্ডের গোলে জয় নিশ্চিত করে স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে ২৮ মিনিটে অ্যান্তইন গ্রিজমানের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। কিন্তু এর দুই মিনিট বাদে সফরকারী এফসি রোস্তভকে সমতায় ফেরান আজমোন। দিয়েগো সিমিওনের অধীনে এই নিয়ে ১৯তম বারের মতো নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ খেলতে নামে অ্যাটলেটিকো। এর মধ্যে এ নিয়ে মাত্র চতুর্থবার নিজেদের মাঠে কোনো দল জালে বল জড়াতে পারলো। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত সমতায় ছিল। ৯০ মিনিট শেষে যোগ করায় সময় পায় ৩ মিনিট। ওই তিন মিনিটও প্রায় শেষের দিকে। কিন্তু শেষ বাঁশি বাজার মাত্র এক সেকেন্ড আগে দুর্দান্ত এক গোলে অ্যাটলেটিকোর জয় নিশ্চিত করেন ফরাসি স্ট্রাইকার অ্যান্তইন গ্রিজমান। অন্যদিকে লুদোগরেতসের বিপক্ষে আর্সেনালের জয়টাও ছিল প্রায় একই ধরনের। ম্যাচের ১৫ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়ে সফরকারী আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে কোনো দলের জালে দ্বিতীয়বারের মতো দুই গোল দিলো লুদোগরেতস। এর আগে একবার তারা দুই গোল দিয়েছিল ইংলিশ ক্লাব লিভারপুলের জালে (২০১৪)। এদিন শুরুতে এমন পিছিয়ে পড়লেও হাল ছেড়ে দেয়নি গানাররা। ২০ মিনিটে আর্সেনালের ব্যবধান কমান গ্রানিত জাকা। আর ৪১ মিনিটে ২-২ এ সমতায় ফেরান অলিভিয়ার জিরু। আর ম্যাচের শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে আর্সেনালের ৩-২ গোলের জয় নিশ্চিত করেন ম্যাচসেরা মেসুত ওজিল। চ্যাম্পিয়ন্স লীগে ২০০৯ সালের পর এই প্রথম ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় তুলে নিলে আর্সেনাল। এমন উত্তেজনাকর ম্যাচ জিতে এবার শেষ ষোলোর টিকিট কেটে নিয়েছে তারা। শেষ ষোলোয় উঠলো যারা আর্সেনাল (ইংল্যান্ড) পিএসজি (ফ্রান্স) বায়ার্ন মিউনিখ (জার্মানি) অ্যাটলেটিকো (স্পেন)
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.