আন্তর্জাতিক ম্যাচ কমিশনার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান মনিরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ফুটবল মাঠের অতি পরিচিত মুখ মনিরুল ঘরোয়া অঙ্গন ছাড়িয়ে নিজেকে পরিচিত করেছিলেন আন্তর্জাতিক অঙ্গনে। সেই আশির দশক থেকে ফুটবল রেফারি হিসেবে এই অঙ্গনে পথচলা শুরু। রেফারি হিসেবে অগনিত ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ বলিষ্ঠ হাতে পরিচালনা করেন মনিরুল। ২০০১ সালে রেফারিং ক্যারিয়ারের ইতি ঘটিয়ে ম্যাচ কমিশনার হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। এছাড়াও গত বছর পর্যন্ত তিনি ফিফা-এএফসি অনুমোদিত প্রায় দেড়শ ম্যাচে কমিশনার হিসেবে দায়িত্ব পালণ করেন। ২০০৪ সাল থেকে মৃত্যুর আগ অবধি তিনি ছিলেন বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান। বেশ কিছুদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়বেটিকজনিত রোগে ভুগছিলেন মনিরুল। তবে অসুস্থতা স্বত্তে¦ও মাঠের প্রতি অকৃত্রিম আকর্ষণ ছিল মনিরুলের। আজ (বৃহস্পতিবার) সকালে হঠাৎ অসুস্থ হওেয় পড়লে দ্রুত তাকে নিয়ে আসা হয় বারডেম হাসপাতালে, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনিরুল। মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা। দক্ষিণ বাড্ডাস্থ শিমুলতলা জামে মসজিদে নামাজে জানাযা শেষে তেঁজগাও-এ পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। মনিরুলের অকাল মৃত্যুতে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন, সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান রাজিবসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য তার পরিবারের সদস্যদের জন্য গভীর শোক প্রকাশ করছে। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রীড়া সাংভাদিক সংস্থাসহ অনেক ক্রীড়া সংগঠন ও সংগঠক মনিরুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.