টানা বৃষ্টির কারণে চতুর্থ আসরে প্রথম দুইদিনের কোন ম্যাচই গড়ালো না মাঠে। আজও বৃষ্টির ধরন অনুযায়ী খেলা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল না। আর তাই তড়িঘড়ি করে বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিলো আসর পিছিয়ে দেয়ার। গতকাল সন্ধ্যা ৭ টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেয়া হলো নতুন সিদ্ধান্ত। আজও কোন খেলা হচ্ছে না। সোমবার কোন খেলা ছিল না সূচিতে। প্রথম তিনদিনের ম্যাচগুলো বাদ দিয়ে নতুন করে মঙ্গলবার থেকে আসর শুরু হবে পুরনো সূচিতে থাকা ম্যাচ দিয়েই। তাহলে প্রথম তিন দিনের ম্যাচগুলো কী হবে? জানা গেল সব ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্ত অনুসারে সূচিতে বিশ্রামের দিনগুলোতে না হওয়া ম্যাচগুলো মাঠে গড়াবে। তবে একটি ম্যাচ পুনারায় হবে কিনা তা নিয়ে নিশ্চিত করে সংবাদ সম্মেলনে জানাতে পারেনি গভর্নিং কাউন্সিল। প্রথমদিনের কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহীর ম্যাচটি হবে না বলে রাতে জানানো হয়। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিত্যক্ত ম্যাচ নতুন করে খেলতে রাজি নয়। তারা এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট। রাজশাহী কিংস রাজী থাকলেও তাদেরও এক পয়েন্ট নিয়েই থাকতে হচ্ছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস অনুসারে বৃষ্টি আরও দুইদিন চলবে তবে সব দল, টিভি স্বত্ব কিনে নেয়া প্রতিষ্ঠান, গভর্নিং কাউন্সিল ও বিসিবি মিলে সিদ্ধান্ত নিয়েছি বিপিএল পিছিয়ে শুরু করার। তবে ৮ই নভেম্বর থেকে যে সূচি ছিল সেই অনুসারে ম্যাচগুলো হবে। সেই হিসেবে মঙ্গলবার দুপুরে ম্যাচ ছিল ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলসের। তবে সেটি হবে সন্ধ্যায় আর চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চিটাগাং ভাইকিংসের ম্যাচটি হবে দুপুরে। প্রথম তিনদিনের ম্যাচগুলো হবে সূচিতে থাকা বিশ্রামের দিনগুলোতে। কিন্তু কুমিল্লা ও রাজশাহী তাদের উদ্বোধনী ম্যাচে পুনরায় খেলবে কি-না সেই সিদ্ধান্ত এখনও জানায়নি। তাদের সিদ্ধান্ত জানাতে একটু সময় লাগবে।’ মূলত উদ্বোধনের দিন থেকে কোনো ম্যাচ না হওয়াতে সম্প্রচার প্রতিষ্ঠানকে প্রতিদিন প্রায় আড়াই কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিরাও তাদের বিদেশি ক্রিকেটারদের খেলাতে পারছে না। যে কারণে নতুনভাবে বিপিএল’র সূচি নিয়ে চিন্তা করতে হয়েছে গভর্নিং কাউন্সিলকে। তবে নিয়ম অনুসারে না হওয়া ম্যাচগুলো আবার করার কোনো অধিকার নেই বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের। এ বিষয়ে বিসিবি’র সহ-সভাপতি মাহবুবুল আনাম বলেন, ‘এটি সত্যি যে, নিয়ম অনুসারে না হওয়া ম্যাচগুলোর ফলাফল পরিবর্তনের কোনো সুযোগ নেই। কিন্তু একটা নিয়ম আছে যদি অংশগ্রহণকারী সব দল সিদ্ধান্ত নিলে ম্যাচগুলো আবার করা সম্ভব। এ ক্ষেত্রে সেটিই হয়েছে। কুমিল্লা ছাড়া সব দলই সিদ্ধান্ত নিয়েছে পুনরায় ম্যাচগুলো করার। এছাড়া আমাদের কোনো উপায়ও ছিল না। কারণ আবহাওয়া সূত্রে যতটা জানি আরও দু’দিন নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে। এক্ষেত্রে সবার স্বার্থেই এই সিদ্ধান্ত।’ ৯ই ডিসেম্বরের মধ্যেই বিপিএল’র চতুর্থ আসর শেষ করা হবে বলে নিশ্চিত করেছে গভর্নিং কাউন্সিল। যদি এরপর বৃষ্টিও হয় তাহলে ফলাফল পয়েন্ট ভাগাভাগি করেই মেনে নিতে হবে সব দলকে।
টানা বৃষ্টি। খেলা হওয়ার সম্ভাবনা একেবারেই কম। শেরে বাংলা স্টেডিয়ামের সাজ ঘরে অলস সময় পুরনো শিষ্যদের নিয়ে আলাপচারিতায় মাতেন বাংলাদেশের অনেক সুখ দুঃখের সাথী কোচ ডেভ হোয়াটমোর
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.