বেশ ঘটা করেই কোচ নিয়োগে বিজ্ঞাপন দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ডেভেলপমেন্ট কমিটিকে উপেক্ষা করে বিডিজবস.কম এ দেয়া বিজ্ঞপ্তিতে দেখা গেছে তৃণমূলে কাজ করার জন্য ১৪ জন পুরুষ ও ৭ জন মহিলা কোচ নিয়োগ দিবে বাফুফে। ৭ই ডিসেম্বরের মধ্যেই কোচদের আবেদন করতে বলা হয়েছিল। কিন্তু হঠাৎ করে গতকাল আবেদন করা কোচদের সাক্ষাৎকারের জন্য ডাকেন সালাউদ্দিনের পিএস আবু সাঈদ আল ফাত্তাহ। এটা কোচরা ভালোভাবে নেননি। বিষয়টি ভালোভাবে নেয়নি ডেভেলপমেন্ট কমিটিও। যে কারণেই সবকিছু তৈরি থাকার পরও প্রক্রিয়াটি স্থগিত করে বাফুফে। এতদিন ডেভেলপমেন্ট কমিটির আওতায় ছিলো বাফুফের নিয়োগপ্রাপ্ত কোচরা। গতবারও এই কমিটি নিয়োগ দেয় ১৮ জন দেশি কোচ। এবার বাদল রায়ের এই কমিটিকে উপেক্ষা করে বাফুফের নয়া টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিনের পিএস ফাত্তাহ মিলে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিডিজবস.কম-এ। আবেদন করা কোচদের ফাত্তাহ্র মাধ্যমে সাক্ষাৎকারের জন্যও ডেকে পাঠান পল স্মলি। বিষয়টি ভালোভাবে নেননি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায়। কোচ নিয়োগের বিষয়টি জানতে পেরে চটে যান বাফুফের এই সহ-সভাপতি। গতকালই তিনি কথা বলেন সভাপতির সঙ্গে। তার কথার প্রেক্ষিতেই কোচ নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে জানান বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু। এ বিষয়ে তিনি বলেন, কালকে রাতে ফাত্তাহ আমাকে ফোনে বললেন কোচ নিয়োগের প্রক্রিয়াটি স্থগিত করতে। স্থগিত হওয়ার পেছনে নিশ্চয় একটা কারণ আছে। সেটা হয়তো ডেভেলপমেন্ট কমিটি বিষয়টি ভালোভাবে নেয়নি। প্রপার ওয়েতে করতে বলেছে ডেভেলপমেন্ট কমিটি। চেয়ারম্যান বাদল রায় বলেছেন আমরা থাকবো, আমাদের কমিটি থাকবে। তাদের সামনেই হবে।’ স্থগিত হলেও ৭ই ডিসেম্বর আবারও এদের সাক্ষাৎকারের জন্য ডাকার কথা বলেছেন পল স্মলি। বাফুফের এই প্রক্রিয়ায় ৭ জন মেয়ে, ১৪ জন ছেলে কোচ নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে। এরা কাজ করবে বিভিন্ন অঞ্চলে। এখন বাফুফেতে কোচ ১৯ জন। বাফুফের এই প্রক্রিয়া বাস্তবায়ন হলে কিছু পুরুষ কোচকে কমাতে হবে। এজন্য এদের সাক্ষাৎকার নিতে চাইছেন স্মলি। এজন্য কোচদের সাক্ষাৎকারে ডেভেলপমেন্ট কমিটির প্রয়োজনীয়তা অনুভব করছেন নিপু। ‘আগের কোচদের মধ্যথেকে কাউকে বাদ দিতে হলে ডেভেলপমেন্ট কমিটির সাহায্য প্রয়োজন। তারাই কেবল বলতে পারবেন এই কোচদের মধ্যে কারা কেমন কাজ করেছেন’- বলেন তিনি। শুধু কোচ নিয়োগ দিলেই হবে না। নতুন নিয়োগের পাশাপাশি এদের বেতনও বাড়াতে হবে। এ বিষয়টি নিয়ে পল কাজ করছেন জানিয়ে নিপু বলেন, পলের সঙ্গে আলাপ করেছি। স্যালারি ইনক্রিজ না করালে তো কেউ থাকবে না। পল সেলারি স্ট্রাকচার চেঞ্জ করবে। আমি যতটুকু প্ল্যানে দেখলাম। কোচদের সাফল্য-ব্যর্থতা নিয়ে আমরা কোচদের কাজের ক্ষেত্র তৈরি করে দিতে পারিনি।’ এটা কোচদের ব্যর্থতা নয় বাফুফে এই টেকনিক্যাল ডিরেক্টর বলেন, কোচরা ব্যর্থ না। আমরা তাদের কাজ দিতে পারেনি এটা আমাদের ব্যর্থতা। পল যে প্ল্যান করেছে, তাতে মনে হয় কোচদের দম ফেলানোর সুযোগ থাকবে না। সবাই ব্যস্ত থাকবে। এএফসি’র বয়সভিত্তিক অনেক খেলা আছে। প্ল্যান ইমপ্লিমেন্ট করতে পারলে ভালো হবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.