সংসারের অশান্তি, ঝামেলা আর স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতির নানা কারণ নিয়ে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘পূর্ণতা’। রাকেশ বসুর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন জনপ্রিয় পর্দাজুটি নাঈম ও জাকিয়া বারী মম। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এ নাটকে নাঈমকে দেখা যাবে চয়নের চরিত্রে এবং মম অভিনয় করেছেন শিউলি চরিত্রে। গল্পে দেখা যাবে চয়ন ও শিউলির ছোট্ট সংসার। কোনো ঝামেলা নেই। তবুও ঝামেলা তৈরি হয়ে যায়। চয়ন একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। অন্য দশজন চাকরিজীবীর মতোই তার জীবনটা। প্রতিদিন সকালে বউ শিউলির চিৎকারে ঘুম ভাঙা, নিজেকে গোছানো, এরপর অফিসে যাওয়া। সন্ধ্যায় ফিরে বউয়ের নানা জেরায় পড়া- এসব যেন একঘেয়ে হয়ে উঠেছে চয়নের। শুধু তা-ই নয়, প্রতি সন্ধ্যায় বউয়ের সিরিয়াল মগ্নতাও তার কাছে অসহ্য হয়ে উঠেছে। এসব নিয়ে শিউলির সঙ্গে ক্রমাগত সম্পর্কের অবনতি ঘটে। একপর্যায়ে নতুন দিকে মোড় নেয় তাদের জীবন। আলফা আই’র ব্যানারে সম্প্রতি শুটিং শেষ হওয়া নাটকটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। আসছে ঈদে এটি চ্যানেল নাইনে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা রাকেশ বসু।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.