শৈল্পিক রংধনু পাহাড়ের অস্তিত্ব আছে! কোথায় কল্পনায়? না, বাস্তবেই এমন শৈল্পিক রংধনু পাহাড়ের অস্তিত্ব আছে। যা চীন দেশের গানশু প্রদেশের লিনজে জেলার দানশিয়া ল্যান্ডফরম জিওলজিক্যাল পার্কের অংশ, এ পাহাড়। মনমুগ্ধকর পাহাড়ের ছবিগুলো দেখে মনে হয় এ যেন শিল্পীর তুলিতে আকাঁ বা কোনো পেইন্টিং।
দেশটিতে পর্যটক আকর্ষণের অন্যতম স্থান এ রংধনু পাহাড়। চীনে এ রকম আরও প্রাকৃতিক ভূদৃশ্য থাকলেও সেগুলোর চেয়ে এটি অনেক বিখ্যাত।
ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের তথ্য মতে, ২ কোটি ৪ লাখ বছর ধরে বিভিন্ন রংয়ের বালুপাথর ও খনিজ জমাটবদ্ধ হয়ে হয়ে শক্ত পাথরে তৈরি হয়ে এমন দৃশ্যের সৃষ্টি হয়েছে।
প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য কাছ থেকে না দেখলে, সত্যিই প্রকৃতির এই সৌন্দর্যকে অবলোকন করা যাবে না।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.