গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির রায়ের এক আসামি আজ বুধবার মারা গেছেন। তাঁর নাম মো. সিরাজুল ইসলাম (৬৯)। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার পশ্চিম মেড্ডা এলাকায়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি খুনের মামলায় ফাঁসির দণ্ড পাওয়া আসামি সিরাজুল ইসলাম আজ বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। কিডনি রোগ, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত ছিলেন সিরাজুল ইসলাম। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে মাসখানেক আগে কারাগারে ফিরেছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় ২০০৫ সালের একটি খুনের মামলায় সিরাজুল ইসলাম ও তাঁর দুই ছেলে গ্রেপ্তারের পর ২০১২ সাল থেকে এ কারাগারে রয়েছেন। তাঁরা তিনজনই ওই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।