জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের আবৃত্তি করা কবিতা নিয়ে রসিকতা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতার সময় রওশনের কবিতা নিয়ে কৌতুক করেন প্রধানমন্ত্রী।
সংসদে বক্তব্যের একপর্যায়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের কবিতা পড়ার বিষয়টি উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “মাননীয় স্পিকার, আমাদের বিরোধীদলীয় নেতা অনেকগুলো কবিতা আওড়েছেন। সেটা, আমি উনাকে স্বাগত জানাই। শুধু একটা কবিতার ব্যাপারে আমি একটুখানি বলতে চাই। উনি বললেন, ‘বুঝি গো, আমি বুঝিগো ছলনা, কী তুমি বলিতে চাও, আমি বুঝি না।’ এটা বোধ হয় উনার বাঁ দিকে যিনি (জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ) বসে আছেন, তাঁর দিকে তাকিয়ে বললে ভালো হতো।”
প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর উচ্চকিত হাসিতে মেতে ওঠেন সাংসদরা। আর জোরে জোরে চাপড়াতে থাকেন টেবিল।
ওই সময় রওশন এরশাদের বাঁ দিকে থাকা এইচ এম এরশাদও হাসেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘প্রথমে বুঝতে পারিনি, উনি কাকে বলছেন। ভাবলাম যে, এরশাদ সাহেবকে উদ্দেশ করেই বোধ হয় বলছেন। আমি আশা করি, এরশাদ সাহেব, ভবিষ্যতে আর কোনো ছলনা করবেন না।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.