ভারতের ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) ১৩ সদস্যের প্রতিনিধিদল ৮-১০ নভেম্বর বাংলাদেশ সফর করবেন। মূলত বাংলাদেশে ওই সংগঠনের অংশীদার প্রতিষ্ঠানের পণ্য রপ্তানি ও ব্যবসায় সুযোগ খুঁজতে তাঁরা এ সফরে আসছেন।
সিআইআইর পূর্বাঞ্চলীয় বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের অনলাইনে রোববারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সফরে সিআইআইর যে প্রতিনিধিদল আসছে, তার নেতৃত্ব দেবেন সংগঠনটির পূর্বাঞ্চলীয় বিভাগের ইনভেস্টমেন্ট টাস্কফোর্সের চেয়ারম্যান ও টাটা স্টিল লিমিটেডের (গোপালপুর প্রকল্প) ভাইস প্রেসিডেন্ট অরুণ মিশ্র। দেশটির এই ব্যবসায়ী দল বাংলাদেশে জ্বালানি, খনি, বিদ্যুৎ, স্টিল, বস্ত্র, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, মাঝারি প্রকৌশল, প্রশিক্ষণ ও শিক্ষা খাতের বিনিয়োগ পরিবেশের ওপর বিশেষ নজর দেবে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে অরুণ মিশ্র বলেন, ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা ও বিনিয়োগের ওপর বিশেষ জোর দিচ্ছে সিআইআই। এ জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, আমরা উভয় দেশের জন্য ভালো কিছু করতে পারব।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.