বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা বিদেশির মন জয় করতে চায়। ধরনা দেয়, তাদের ঠিকানা দেশের মানুষের কাছে হবে না। তাদের ঠিকানা বিদেশেই হবে। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক, অভ্যর্থনা ও মঞ্চ সাজসজ্জা ও খাদ্য উপ-কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক হলেন মোহাম্মদ নাসিম। এসময় আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপুমনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মির্জা আজম, আব্দুল মতিন খসরু প্রমুখ। মোহাম্মদ নাসিম বলেন, আমাদের সামনে চ্যালেঞ্জ হলো দুইটি। একটি বিএনপি-জামায়াতের অব্যাহত নৈরাজ্য ও চক্রান্তের বিরুদ্ধে মানুষকে আরো বেশি শানিত ও ঐক্যবদ্ধ করা। তারা আজও বিদেশির কাছে বাংলাদেশের সুনামকে নষ্ট করতে চায়। আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে চায়। কেউ কোনোদিন বিদেশির কাছে গিয়ে দেশের সুনাম ছাড়া অন্য কিছু করে না। কিন্তু এরা (বিএনপি) দুর্নাম করে। এটাই হচ্ছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার চরিত্র। তিনি আরো বলেন, চীনের প্রেসিডেন্টকে বাংলার জনগণ সম্মান দিয়েছে। প্রধানমন্ত্রী সম্মান দিয়েছেন। কিন্তু সেখানে গায়ে পড়ে বৈঠকের সুযোগ নিয়ে খালেদা জিয়া গিবত গেয়ে আসেন। এটা দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। অভ্যর্থনা উপ-কমিটির এই আহ্বায়ক আরো বলেন, আমরা ১৪টি দেশকে আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি, বেশির ভাগ দেশই আমাদের আমন্ত্রণে সাড়া দেবে। কারণ এটা হচ্ছে বিজয়ী বাঙালি আওয়ামী লীগের কাউন্সিল। যার নেত্রী এখনো প্রতিটি মুহূর্তে বিজয় অর্জন করে যাচ্ছেন। তিনি বলেন, যারা একদিন মিথ্যা অজুহাতে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল তারা এখন আসছে বাংলাদেশের দারিদ্র্য বিজয় দেখার জন্য। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার বিজয় দেখার জন্য আসছে। সেই দলের সম্মেলনে তো বিদেশি অতিথিরা আসবেই। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি সম্মেলনের মধ্য দিয়ে নতুন বার্তা নেতাকর্মীদের কাছে যাবে। দেশের জনগণের কাছে যাবে। আমরা আগামী নির্বাচনে বিজয়ী হতে চাই মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে। আমাদের রেকর্ড যে সফলতা আছে তা নিয়ে। আগামী জাতীয় নির্বাচনের আগে সম্মেলনের মাধ্যমে আমরা শক্তি সঞ্চয় করবো এবং দলকে সেভাবেই সাজাব। শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন, যুগ যুগ ধরে তিনিই নেতৃত্ব দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন নাসিম। শনিবার গণভবনে জাতীয় কমিটির সভায় ২০তম সম্মেলনের বাজেট পাস নিয়ে এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, আমরা তো গরিব দল, গরিব বাজেটই থাকবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.