পটুয়াখালী: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন রুহুল আমীন হাওলাদার তার অত্যন্ত বিস্বস্ত মানুষ। তিনি যতদিন থাকবেন হাওলাদার তার সাথেই থাকবে। মাঝখানে একটু ভুল বোঝাবুৃঝি হলেও এখন আর তা নেই বলে দাবী করেন তিনি। তিনি আরো বলেন জনগন ভাবছে ইউপি নির্বাচনে জাপা আওয়ামী লীগের সাথে ভাগাভাগি করে চেয়ারম্যান বানাচ্ছে। বাস্তবে তা সত্য নয় বলে দাবী করেন তিনি। এরশাদ বুধবার বিকেলে দীর্ঘ ১০ বছর পর পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমির সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, সুনীল শুভ রায়, এস. এম ফয়সাল চিশতী, আবদুস সবুর আসুদ এবং পার্টির ভাইস চেয়ারম্যান নাসরিন জাহানরত্না এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সাবেক সংসদ সদস্য আবদুর রাজ্জাক খানের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে আরো বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক খান মোশাররফ হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক কাজী আলমগীর,সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট তারিকুজ্জামান মনি প্রমুখ।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশন না করে কন্ঠ ভোটে এরশাদ আবদুর রাজ্জাক খানকে সভাপতি এবং খায়রুল আলম মামুনকে সাধারন সম্পাদক ঘোষনা করেন। পরে কুয়াকাটার উদ্দেশ্যে পটুয়াখালী ত্যাগ করেন সাবেক এই রাষ্ট্রপতি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.