আগামী ২৯ আগস্ট থেকে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু হবে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিষয় শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
টেলিটক সিম ব্যবহারকারীরা মোবাইল থেকে অথবা অনলাইনে আবেদন করতে পারবেন।
ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদেরকে এসএসসি ও এইচএসসিতে সম্মিলিতভাবে ন্যূনতম ৯ পয়েন্ট অর্জন করতে হবে।
এর আগে রোববার সচিবালয়ে এক বৈঠকে আগামী ৭ অক্টোবর দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
প্রসঙ্গত, এবার মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষায় পরিবর্তন এসছে। এবার থেকে এমবিবিএস ও বিডিএস পরীক্ষা পৃথকভাবে গ্রহণ করা হবে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর।
২০১০ সাল থেকে মেডিকেল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হয়ে আসছিল।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.