বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাজমুল হাসান পাপনের নির্বাচিত কমিটি যাত্রা শুরু করেছিলো ২০১৩ সালের ১০ই অক্টোবর। এরপর পেরিয়ে গেছে তিনটি বছর। এর মধ্যে বারবারই উঠে এসেছে আঞ্চলিক ক্রিকেট সংস্থার কথা। এমনকি বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে থেকেই আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন নিয়ে আলোচনা চলছে। কিন্তু এত বছরেও ক্রিকেটের বিকেন্দ্রীকরণ হয়নি। ঢাকায় বসে সারা দেশের ক্রিকেট নিয়ন্ত্রণ করেন বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) কর্তারা। তবে গতকাল বিসিবির সভাপতি নাজমুল হাসান আঞ্চলিক ক্রিকেট সংস্থার কার্যক্রম আগামী ৩ মাসের মধ্যে শুরু করার কথা জানিয়েছেন ১৫তম কার্যনির্বাহী কমিটির সভা শেষে। সভা শেষে বাংলাদেশ মহিলা দলের নয়া অধিনায়ক হিসেবে রুমানা আহমেদের নাম ঘোষণা করা হয়েছে। ২৫ বছর বয়সী খুলনার এই মেয়ে জাহানারা আলমের পরিবর্তে জাতীয় দলের নেতৃত্ব দেবেন এ বছর শ্রীলঙ্কায় বিশ্বকাপ কোয়ালিফায়ারে। এছাড়াও সভায় ক্রিকেটারদের বিজ্ঞাপনী আচরণবিধি নিয়ে নতুন আইন প্রণয়নের কথাও জানানো হয়। বিসিবির আগামী এজিএম ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে াবলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা বিসিবির এজিএম করবো আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। তবে এর সঙ্গে বিসিবির পরবর্তী নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এছাড়াও আমরা ক্রিকেটারদের একটি বিজ্ঞাপনী বিধিমালাও প্রণয়ন করবো। তবে সেটি ক্রিকেটারদের ভালোর জন্য। আগামী বোর্ড সভায় সিদ্ধান্ত হবে যে, কি ধরনের নীতিমালা আমরা করবো।’ গতকাল মিরপুর শেরেবাংলা মাঠে বিসিবির সাফল্যের তিন বছর নিয়ে আয়োজন করা হয় একটি মেজবান অনুষ্ঠানের। এর পরই শুরু হয় বোর্ড সভা। চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। বিসিবি সভাপতি অনুষ্ঠানিকভাবে সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ঘোষণা করেন। বিপিএলের মিডিয়া রাইটস নিয়ে তিনি বলেন, ‘আমরা টেন্ডার আহ্বান করেছিলাম। সেখানে সর্বোচ্চ দরে আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছে ইমপ্রেস মাত্রা।’ অন্যদিকে ঢাকা প্রিমিয়ার লীগে ক্রিকেটারদের পাওনা পরিশোধ না করায় ভিক্টোরিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া প্রসঙ্গে বোর্ড সভাপতি বলেন, ‘ব্রাদার্স ও ভিক্টোরিয়ার পাওনা নিয়ে আলোচনা হয়েছে। আমরা জানি এরই মধ্যে ব্রাদার্স পাওনা পরিশোধ করে দিয়েছে। তবে ভিক্টোরিয়া এখনও তা করেনি। আমরা আইনজীবীর সঙ্গে কথা বলে তাদের বিপক্ষে সিদ্ধান্ত নেবো।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.