শুক্রবার থেকে বিপিএলের চতুর্থ আসর মাঠে গড়ানোর কথা ছিল। উদ্বোধন হলেও বৃষ্টির কারণে খেলা হতে পারেনি প্রথম দু’দিন। নতুনভাবেই আসর শুরুর সিদ্ধান্ত হয়। তাই আজ নতুনভাবেই শুরু হচ্ছে বিপিএলের চতুর্থ আসর। এবার প্রথম দিন মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও তামিম ইকবাল খানের চিটাগাং ভাইকিংস। দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা মাঠে মুখোমুখি হবে এই দুই দল। গতকাল থেকে আকাশে সূর্যের দেখা মিলেছে। আবহাওয়ার সূত্রে জানা গেছে, বঙ্গোপসগারে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে পড়েছে। বিপদ সংকেতও ৪ থেকে ৩ নম্বরে নামিয়ে আনা হয়েছে। যে কারণে আজ বৃৃষ্টির সম্ভাবনা খুবই কম। তাই দলগুলোও বেশ চনমনে হয়ে অনুশীলন করেছে। ভিক্টোরিয়ান্স, ভাইকিংস ছাড়াও অন্যরা দীর্ঘক্ষণ অনুশীলনে সময় ব্যয় করে। আজ সন্ধ্যা ৭টায় একই ভেন্যুতে মুখোমুখি হবে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ও মুশফিকুর রহীমের বরিশাল বুলস। জাতীয় দলের চার অধিনায়ক মুখোমুখি হবে বিপিএলের প্রথম দিনের ম্যাচে। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফির প্রতিপক্ষ আজ টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম। আর টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীমের প্রতিপক্ষ ওয়ানডে দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। আজ মঙ্গলবার মাশরাফি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তুর্জাতিক ক্রিকেটে ১৫ বছর খেলার মাইলফলক স্পর্শ করবেন। জাতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক বিপিএলে লক্ষ্য সম্পর্কে বলেন, এখনই দল কী করবে তা ভেবে লাভ নেই। একই কথা বলেন তার দলের অন্যতম ওপেনার ইমরুল কায়েস। তিনি বলেন, আমাদের ফোকাস একটি-একটি করে ম্যাচ। কি হবে বা কি করবো এখনই ভেবে লাভ নেই। দলের সবাইকে মাঠে পারফর্ম করতে হবে।’ জাতীয় দলে ওপেনিংয়ে তামিম ইকালের অন্যতম পার্টনার ইমরুল কায়েস। আজ দু’জন দুদলের হয়ে ওপেন করবেন। বিষয়টি ইমরুলের জন্য খুব আলদা কিছু নয়। তিনি বলেন, ‘এমন আরো হয়েছে তামিম এক দলে আমি এক দলে। আসলে এটি হবেই। হ্যাঁ এটি সত্যি যে, একটা আলাদা অনুপ্রেরণাও কাজ করবে।’ নিজ দল নিয়ে বলেন, ‘আমাদের দেশি-বিদেশি ক্রিকেটাররা সবাই ভালো অবস্থানে আছে। এখন মাঠে আমাদের টিম প্ল্যানটা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।’ অন্যদিকে শক্তিশালী দল গড়েও বিপিএলের গত আসরে ভালো ফলাফল করতে পারেনি চিটাগাং ভাইকিংস। এবার ভালোমানের ক্রিকেটার সংগ্রহে বেশি তৎপর ছিল তারা। দলের কম্বিনেশন নিয়ে বেশ খুশি দলে সিনিয়র ক্রিকেটার আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘টিম কম্বিনেশন আমার কাছে ভালো লেগেছে। দেশি-বিদেশি ক্রিকেটার নিয়ে ব্যালান্সড টিম হয়েছে। ভালো খেলা সম্ভব এই দল নিয়ে। হার-জিত অনেক সময় ভাগ্যের ওপর নির্ভর করে। তারপরও চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করা যাবে।’ অন্যান্য দলের চেয়ে স্পিন আক্রমণে অনেকটা এগিয়ে এবার চিটাগাং ভাইকিংস। আব্দুর রাজ্জাক ছাড়াও দলটিতে আছেন সাকলাইন সজীব, চতুরঙ্গা ডি সিলভা, মোহাম্মদ নবী, জুবায়ের হোসেন লিখন, শোয়েব মালিকের মতো স্পিনার ও স্পিন অলরাউন্ডার। দলটিকে শুরুতেই অবশ্য দিতে হচ্ছে বড় পরীক্ষা। নিজেদের প্রস্তুতি নিয়ে বলেন, ‘সব টিমেই এবার পরিবর্তন হয়েছে। এসব নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, এ জন্য আমরা আশাবাদী হতে পারছি।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.