ইংলিশ প্রিমিয়ার লীগ ইতিহাসের প্রথম গোলটি জড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের জালে। আর আসরের ২৫০০০ গোল পূর্ণ হলো ম্যানচেস্টার ইউনাইটেডেরই বুটের ছোঁয়ায়। প্রিমিয়ার লীগের এ ল্যান্ডমার্ক গোলে নাম উঠলো জ্লাতান ইবরাহিমোভিচের। রোববার সোয়ানসি সিটির বিপক্ষে ৩-১ গোলে জয় কুড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে ইবরাহিমোভিচের পা থেকে। এটি ছিল ইংলিশ প্রিমিয়ার লীগের ২৫০০০তম গোল। ছয় ম্যাচ পর গোলের দেখা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সুইডিশ এ স্ট্রাইকার। আর সোয়ানসির মাঠে এদিন ইবরা পান জোড়া গোল। প্রিমিয়ার লীগের এ মাইলফলক সম্পর্কে ইবরা কি জানতেন? ম্যাচ শেষে ফুরফুরে ইবরাহিমোভিচ বলেন, না, আমি জানতাম না। আমি মনে করেছিলাম আমার একারই বুঝি ২৫০০০ গোল। ২৫০০০ থেকে ৮ গোল কম নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগের ১১তম রাউন্ডের খেলা মাঠে গড়ায় গত রোববার। দিনের প্রথম ম্যাচে লন্ডনের এমিরেটস মাঠে ১-১ গোলে ড্র হয় আর্সেনাল-টটেনহ্যাম ম্যাচটি। পরে ৪৫ মিনিটের ব্যবধানে মাঠে গড়ায় তিনটি ম্যাচ। সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচের ২১তম মিনিটে ম্যানইউর দ্বিতীয় গোল পান ইবরাহিমোভিচ। ৩৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন ইবরা। তবে ম্যাচে হলুদ কার্ড দেখে ভক্তদের হতাশার কারণ হন ইবরাহিমোভিচ। হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞা নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানইউর পরের ম্যাচ থেকে ছিটকে যান এ সুইডিশ স্ট্রাইকার। আন্তর্জাতিক বিরতি শেষে ম্যানইউ মোকাবিলা করবে পয়েন্ট তালিকার তৃতীয় শীর্ষ দল আর্সেনালকে। ইংলিশ প্রিমিয়ার লীগ ইতিহাসের প্রথম গোলটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ১৯৯২ সালে এ গোল পান শেফিল্ড ইউনাইটেডের ব্রায়ান ডিন। প্রিমিয়ার লীগের শততম গোলটি পান ম্যানইউর ফরাসি লিজেন্ড এরিক কাঁতোয়া। যদিও ওই গোলটি ম্যানইউর জার্সি গায়ে পাননি তিনি। ১৯৯২ সালে লিডসের জার্সি গায়ে টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে লীগের ১০০তম গোলটি পান এ ফরাসি লিজেন্ড। প্রিমিয়ার লীগের ৫০০০তম গোলটিতে ছিল মজার ঘটনা। কাকতালীয়ভাবে ১৯৯৬ সালের ৭ই ডিসেম্বর ভিন্ন দুই মাঠে ঠিক একই সময়ে গোল পান সাউদাম্পটনের বিপক্ষে অ্যাস্টন ভিলার অ্যান্ডি টাউনসেন্ড ও লেস্টার সিটির বিপক্ষে ব্লাকবার্ন রোভার্সের ক্রিস সাটন। তবে ৫০০০তম গোলটি যায় সাটনের নামে। প্রিমিয়ার লীগের গোলফলক ১: ব্রায়ান ডিন, শেফিল্ড ইউনাইটেড-ম্যানইউ ১৯৯২ ১০০: এরিক কাঁতোয়া, লিডস ইউনাইটেড-টটেনহ্যাম ১৯৯২ ১০০০: মাইক নিউওয়েল, নটিংহ্যাম ফরেস্ট-ব্ল্যাকবার্ন ১৯৯৩ ৫০০০: ক্রিস সাটন, লেস্টার সিটি-ব্ল্যাকবার্ন ১৯৯৬ ১০০০০: লেস ফার্ডিন্যান্ড, টটেনহ্যাম-ফুলহ্যাম ২০০১ ২০০০০: মার্ক অলব্রাইটন, অ্যাস্টন ভিলা-আর্সেনাল ২০১১ ২৫০০০: জ্লাতান ইবরাহিমোভিচ, সোয়ানসি-ম্যানইউ ২০১৬
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.