আমেরিকায় নির্বাচনোত্তর সহিংসতা নিয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, এটা একটি বড় ইস্যু হলেও আমি গর্বিত যে আমেরিকার গণতন্ত্র অনেক শক্তিশালী। তিনি শনিবার দুপুরে গাজীপুরের ছয়দানা এলাকায় একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন। অপর একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, জিএসপি ইস্যুতে গত এক বছরে বাংলাদেশের পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ এবং নিরাপত্তার যথেষ্ট অগ্রগতি হয়েছে। লিঙ্গবৈষম্য অনেকটাই কেটেছে এবং পোশাক কারখানার কাজের পরিবেশও আগের চেয়ে ভালো। বিশেষ করে রানা প্লাজা দুর্ঘটনার পর মালিকপক্ষ অনেক সচেতন হয়েছে। এই উন্নতিতে আমরা অনেক খুশি। আমি বাংলাদেশের পোশাক খাতে জিএসপি সুবিধা ফিরে পেতে আমেরিকার নবনির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করবো। ইস্টওয়েস্ট গ্রুপের নার্গিস রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে কারখানা প্রাঙ্গণে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজিএমইএ-র সিনিয়র ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, কারখানা ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ। অনুষ্ঠানে কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের ১১৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে ৬ মাস মেয়াদি এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.