ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজ। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর কাছে বিশাল ব্যবধানে হেরে নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আরেক রিপাবলিকান প্রার্থী টেড ক্রুজ। এর ফলে রিপাবলিকানদের মনোনয়ন পেতে ট্রাম্পের সামনে বড় আর কোনো বাধা রইল না।
বিবিসির খবরে বলা হয়, ট্রাম্পকে মিথ্যাবাদী এবং প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য বলে মন্তব্য করেছিলেন টেড ক্রুজ। সেই ক্রুজই নির্বাচন থেকে সরে গিয়ে ট্রাম্পের জায়গা আরো পোক্ত করলেন।
ইন্ডিয়ানায় প্রাইমারির আগে টেড ক্রুজের উপদেষ্টাদের ধারণা ছিল, এই অঙ্গরাজ্যে জয়ের মাধ্যমে তাঁরা ডোনাল্ড ট্রাম্পের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবেন। আর এ জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা তাঁরা করেছেন। তবে ভোটারদের মনে অন্য কিছু ছিল। ফলে জয় অধরাই থাকল ক্রুজের।
ট্রাম্পকে পরাজিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করে নেভার ট্রাম্প আন্দোলন শুরু করেছিলেন ক্রুজ। কিন্তু কিছুতেই আসলে কাজ হয়নি। ভোটাররা ট্রাম্পকেই বেছে নিয়েছেন রিপাবলিকার পার্টির প্রতিনিধি হিসেবে।
এর আগে গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজের বাগযুদ্ধ চরম পর্যায়ে চলে যায়। মার্কিন কোটিপতি ব্যবসায়ী ট্রাম্পকে সম্পূর্ণ অনৈতিক এবং ধারাবাহিক মিথ্যাবাদী হিসেবে আখ্যা দেন ক্রুজ। এর জবাবে টেড ক্রুজকে নিজের ব্যর্থ নির্বাচনী অভিযান রক্ষায় মরিয়া প্রার্থী বলে উপহাস করেন ট্রাম্প।
তবে ইন্ডিয়ানায় হারের পর যখন মনোনয়ন পাওয়ার দৌড় থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিলেন ক্রুজ, তখন তাঁকে শক্ত এবং বুদ্ধিমান প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যা দেন ট্রাম্প।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.