ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। গতকাল সকালে চট্টগ্রামে অবতরণ করার কথা ছিল। পরে তা ঢাকায় অবতরণ করে। নির্দিষ্ট সময়ে অবতরণ না করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ প্রসঙ্গে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির বলেন, ঘন কুয়াশার কারণে বাংলাদেশ বিমানের ০৪৮ বিমানটি চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। এটি সকাল ৮টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। পরবর্তীতে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেছে। জানা যায়, রোববার দিনগত রাত পৌনে ১২টায় দুবাই থেকে ফ্লাইটটি ছাড়ার কথা। প্রায় দুই ঘণ্টা দেরিতে রাত ১টা ৪০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। বিমানটি সোমবার সকাল সাড়ে ৭টায় শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। চট্টগ্রামের আকাশে পৌঁছালে যাত্রীদের জানানো হয় আবহাওয়া ভালো না থাকায় চট্টগ্রামে অবতরণ করতে পারছে না। পরে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ঢাকার ২১ জন যাত্রী নেমে যান। চট্টগ্রামের বাকি ৭০ যাত্রী বিমানেই অবস্থান করছেন বলে বিমানের যাত্রীরা জানিয়েছেন। এদিকে নগরীর অভিজাত ব্র্যান্ডের মিষ্টির দোকান হাইওয়ে সুইটসে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। এখানে মিষ্টি তৈরি হয় চরম নোংরা পরিবেশে। মিষ্টির শিরায় পড়ে থাকে মশা-মাছি। গত রোববার রাতে নগরীর লালখান বাজারে হাইওয়ে সুইটসের মিষ্টি ভাণ্ডারে এই অভিযান চালায় র্যাব। সেখানে সুইটসের ব্যবস্থাপক কৃষ্ণদল মজুমদারকে (৬৩) দুই লাখ টাকা জরিমানা করা হয়। র্যাবের এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানিয়েছেন, অভিযানের সময় হাইওয়ে সুইটসে তৈরি মিষ্টি কোন ধরনের ঢাকনা ছাড়াই খোলা জায়গায় পড়ে থাকতে দেখেছেন র্যাব সদস্যরা। এছাড়া খোলা জায়গায় রাখা মিষ্টির শিরায় মশা-মাছি পড়ে থাকতে দেখেছেন তারা। হাইওয়ে সুইটসের কারখানার পরিবেশও খুবই অপরিচ্ছন্ন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.