শক্ত ভিত্তি পেয়েও ব্যাট হাতে বড় পুঁজি গড়তে ব্যর্থ হলো চিটাগং ভাইকিংস। আর রেকর্ড জুটি গড়ে সহজ জয় কুড়ালো বরিশাল বুলস। ম্যাচের প্রথমার্ধে ব্যাটে দ্যুতি দেখান চিটাগংয়ের তামিম ইকবাল-জহুরুল ইসলাম। তবে ম্যাচ শেষে সব আলো টানেন বরিশালের নাফীস-মালান জুটি। গতকাল ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএলে) চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৭ উইকেটে জয় কুড়ায় বরিশাল বুলস। চিটাগংয়ের দেয়া ১৬৪ রানের টার্গেট পার করে তারা ২ বল হাতে রেখেই। আসরে চার ম্যাচে বরিশালের এটি তৃতীয় জয়। আর চার ম্যাচে তৃতীয় হার চিটাগংয়ের। ব্যাট হাতে ফর্ম ধরে রেখেছেন শাহরিয়ার নাফীস। আর গর্বের এক ল্যান্ডমার্ক স্পর্শ করলেন মুশফিকুর রহীম। বিপিএল ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান পূর্ণ হলো স্বদেশি এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৪৫ বলে অর্ধশতক পূর্ণ করেন শাহরিয়ার নাফীস। ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন বরিশালের ইংলিশ ওপেনার ডেভিড মালানও। আর দ্বিতীয় উইকেটে এ দুজন গড়েন দেড়শ’ রানের জুটি। বিপিএল ইতিহাসে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। আর আসরের ইতিহাসে যে কোনো উইকেট জুটিতে ১৫০ রানের এটি মাত্র তৃতীয় ঘটনা। এমন আগের দুই ঘটনা ওপেনিং জুটিতে। আর এর শীর্ষ রেকর্ডটিতেও জড়িয়ে শাহরিয়ার নাফীস। ২০১৩ সালে খুলনা রয়েল বেঙ্গলের জার্সি গায়ে নিউজিল্যান্ডের লো ভিনসেন্টের সঙ্গে ওপেনিংয়ে শাহরিয়ার নাফীস গড়েন ১৯৭ রানের জুটি। গতকাল মিরপুর শেরেবাংলা মাঠে ১৬৪ রানের টার্গেটে শুরুতেই ধাক্কা খায় বরিশাল। দলীয় ৭ রানে প্রথম উইকেট খোয়ায় বরিশাল বুলস। ব্যক্তিগত ৬ রানে চিটাগং পেসার শুভাষিশ রায়ের ডেলিভারিতে সরাসরি বোল্ড হয়ে যান বরিশালের ইংলিশ ওপেনার জশ কব। তবে এরপর নিয়ন্ত্রণ হারান চিটাগং বোলাররা। ম্যাচে নিজেকে আলাদাভাবে দোষ দিতে পারেন চিটাগংয়ের ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন স্মিথ। স্বভাববিরুদ্ধ ব্যাটিং ও নিশানাহীন বোলিং নিয়ে দিনের সবচেয়ে মলিন চেহারাটা তারই। বরিশালের দ্বিতীয় উইকেটে দৃঢ়তা দেখান অপর ওপেনার ডেভিড মালান ও স্বদেশি ওয়ানডাউন ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। এ দুজন গড়েন ১৫০ রানের জুটি। ৪৮ বলের মারকুটে ইনিংসে ৭৮ রানে অপরাজিত থাকেন ম্যাচসেরা তারকা ডেভিড মালান। এতে মালান হাঁকান তিনটি চার ও ৭টি ছক্কা। ৩ ওভারের স্পেলে ৪০ রানে উইকেটশূন্য থাকেন চিটাগংয়ের ক্যারিবীয় পেসার ডোয়াইন স্মিথ। পাকিস্তানি পেসার ইমরান খান জুনিয়র ৪ ওভারের স্পেলে দুই উইকেট নিলেও নো-বল দেন দুবার। ইনিংসের একবারে শুরুতে বল হাতে পেলেও স্পিনার আবদুর রাজ্জাক দেখান নির্বিষ বোলিং। দুই ওভারের স্পেলে ২২ রান দেন স্বদেশি সফল এ বাঁ-হাতি স্পিনার। ম্যাচের প্রথমার্ধে ব্যাট হাতেও ভক্তদের হতাশ করে চিটাগং। মিরপুর শেরেবাংলা মাঠে টস জিতে চিটাগং ভাইকিংসকে ব্যাটিংয়ে পাঠান বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহীম। আর বিস্ফোরক ওপেনিংয়ে ১১৬ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও জহুরুল ইসলাম। চলতি বিপিএলে এটি ছিল জুটিতে শতরানের মাত্র দ্বিতীয় ঘটনা। আগের ম্যাচে ১১২ রানের জুটি গড়েন বরিশাল বুলসের শাহরিয়ার নাফীস-মুশফিকুর রহীম। গতকাল নিজের উইকেট দেয়ার আগে ১০ বাউন্ডারি ও ২ ছক্কায় ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ৫১ বলে করেন ৭৫ রান। বরিশালের বিপক্ষে ১৩ ওভার শেষে চিটাগংয়ের সংগ্রহ পৌঁছে ১১৬/০-তে। তবে পরে পথভ্রষ্ট হয় ভাইকিংসরা। ইনিংস শেষে চিটাগংয়ের সংগ্রহ দাঁড়ায় ১৬৩/৩-এ। গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাট হাতে ভক্তদের হতাশ করেন ডোয়াইন স্মিথ। এ ক্যারিবীয় ব্যাটসম্যান ১৭ রান করেন ১৭ বলে। তবে স্বদেশি ব্যাটসম্যান এনামুল হক বিজয় ১৯ বলে করেন ২৭ রান।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.