প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আত্ম/পরিচয়’ শীর্ষক নবীন শিল্পীদের দৃশ্যশিল্প প্রদর্শনী শেষ হচ্ছে আজ মঙ্গলবার। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে ভিন্নমাত্রার এই দৃশ্যশিল্প প্রদর্শনী খোলা থাকবে সন্ধ্যা সাতটা পর্যন্ত। তবে সশরীরে না গিয়েও প্রদর্শনকক্ষের এই প্রদর্শনী দেখার সুযোগ মিলবে। প্রদর্শনীটির একটি ভার্চ্যুয়াল ট্যুর স্থান পেয়েছে গুগল স্ট্রিট ভিউয়ে। ঘুরিয়ে ফিরিয়ে সবদিকে দেখার সুবিধা ৩৬০ ডিগ্রি ভিউয়ের মাধ্যমে ভিন্ন আমেজে প্রদর্শনীটি দেখা যাবে। www.prothom-alo.com/18amar অথবা https://goo.gl/maps/T51zTEEbtYR2 ঠিকানায় পাওয়া যাবে ভার্চ্যুয়াল এই ট্যুর। গুগল ম্যাপে ‘জাতীয় জাদুঘর’ লিখে খুঁজলেও পৌঁছা যাবে প্রদর্শনীর ভার্চ্যুয়াল ট্যুরে।
এই প্রদর্শনীর কিউরেটর শিল্পী ওয়াকিলুর রহমান বলেন, ‘আগে আমরা দ্বিমাত্রিক ছবি দেখতাম। চলচ্চিত্র দেখতাম। এগুলো ছিল অনেকটা অন্য একজনের মতো করে দেখা। কিন্তু প্রযুক্তির সহায়তায় এ ধরনের ৩৬০ ডিগ্রি ভার্চ্যুয়াল ট্যুরগুলো আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে এক নতুন অভিজ্ঞতার সঙ্গে। এখানে আমরা নিজের মতো করে দেখতে পারি। ডানে-বাঁয়ে-ওপর-নিচে ইচ্ছেমতো। প্রদর্শনীর মতো ব্যাপারে এটা নিশ্চয়ই একটা নতুন মাত্রা, চমৎকার সংযোজন।’ ভার্চ্যুয়াল ট্যুরটি তৈরি হয়েছে bangladesh360.net-এর ফারসিদ রায়হানের কারিগরি সহযোগিতায়। এ প্রসঙ্গে ফারসিদ বলেন, ‘আমরা বিভিন্ন সময় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে নানান হোটেলের জন্য ভার্চ্যুয়াল ট্যুর তৈরি করেছি। কিন্তু এই ধরনের একটি প্রদর্শনী নিয়ে কাজ করা এই প্রথম। গুগল স্ট্রিট ভিউতে থাকায় পৃথিবীর যেকোনো স্থান থেকে এই প্রদর্শনী দেখা যাবে।’ ‘আত্ম/পরিচয়’ প্রদর্শনীতে আছে চিত্রকলা, ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, ভিডিওচিত্র, স্থাপনা, আলো, শব্দসহ বিভিন্ন মাধ্যমের কাজ। অনূর্ধ্ব ৩৫ বছরের ২৬ জন শিল্পীর শিল্পকর্ম রয়েছে প্রদর্শনীতে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.