বাংলাদেশে নিযুক্ত সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আসামি ও রাষ্ট্রপক্ষকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই সারসংক্ষেপ জমা দিতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এ মামলায় মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে জঙ্গি নেতা মুফতি হান্নানসহ দুইজনের করা আপিল গতকাল আদালতে উপস্থাপন করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেয়। ২০০৪ সালের ২১শে মে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে বাংলাদেশে নিযুক্ত তখনকার বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা করা হয়। এতে পুলিশের এএসআই কামাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া পুলিশ কনস্টেবল রুবেল আহমেদ ও হাবিল মিয়া নামের আরেক ব্যক্তি হাসপাতালে মারা যান। এ ঘটনায় আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ ৪০ জনের মতো আহত হন। তদন্ত শেষে অভিযোগ গঠনের পর এ মামলার বিচারকাজ শুরু হয়। ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ২০০৮ সালের ২৩শে ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শামীম মো. আফজাল রায় ঘোষণা করেন। রায়ে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন) শুনানি শেষে চলতি বছরের ১১ই ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেয়। রায়ে মুফতি হান্নানসহ তিন আসামির মৃত্যুদণ্ড এবং দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে। কারাগারে থাকা পাঁচ আসামির মধ্যে মুফতি হান্নান ও বিপুল হাইকোর্টের রায়ের প্রত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর গত ১৪ই জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.