নীলফামারীর সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে মো. সোহেল (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) এস আই এম ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের একটি কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, গত ১১ নভেম্বর নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল সর্দারপাড়া গ্রামের মো. সাদেকুল ইসলামের ছেলে সোহেল সৈয়দপুর শহরের হোটেল এসআইএম (ইন্টারন্যাশনাল) আবাসিক হোটেলের ১০৩ নম্বর কক্ষে ওঠেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হোটেলের কর্মচারীরা ভাড়ার জন্য ওই কক্ষে যান। এ সময় হোটেল কক্ষের দরজা বন্ধ দেখে সোহেলকে ডাকতে থাকেন তারা। দীর্ঘ সময় ধরে ডাকাডাকির পরও কক্ষের ভেতর থেকে তার কোনো সাড়া শব্দ মেলেনি। এ অবস্থায় কর্মচারীরা বিষয়টি হোটেল মালিক সরকার মো. মঈন উদ্দিন প্রিন্সকে জানালে বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে হোটেল কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় সোহেলের লাশ কক্ষের ভেতরে ছাদে থাকা লোহার হুকে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগনো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য আজ বুধবার সকালে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যা না আত্মহত্যা- তা নিশ্চিত হওয়া যাবে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোহেল তাঁর দুলাভাই সৈয়দপুর শহরের বিশিষ্ট ফল ব্যবসায়ী শাহ্ আলমের ছেলে মো. শাহিনুর রহমানের ফলের আড়তে কাজ করতেন। মাসখানেক আগে সেখান থেকে বের করে দেওয়া হয় তাকে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.