আজই বাংলাদেশে আসছে ইংল্যান্ডের নিরাপত্তা পরিদর্শক দল। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ভাগ্য নির্ভর করছে এই পরিদর্শক দলের ওপর। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই সেপ্টেম্বরের ৩০ তারিখে বাংলাদেশ সফরে আসবে ইংলিশ ক্রিকেট দল। ৩ সদস্যের এই নিরাপত্তা প্রতিনিধি দল আজ দুপুরে ঢাকায় পা রাখবেন। এরপর তারা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সাক্ষাৎ করবেন। জানা গেছে, তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও দেখা করতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গেও। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি বিসিবির কোনো সূত্রই। প্রতিনিধি দল তাদের সফরে সিরিজের জন্য নির্ধারিত দুই ভেন্যু ঢাকা ও চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা দেখবেন। সেই সঙ্গে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলবেন দেশের সব আইন প্রয়োগকরী প্রতিষ্ঠান ও গোয়েন্দা বাহিনীগুলোর সঙ্গে। তারা জেনে নেবেন কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেয়া হবে ইংল্যান্ড দলের জন্য। দেশে গিয়ে তারা সরকার ও ক্রিকেট বোর্ডকে রিপোর্ট জমা দেবেন। এরপরই সিদ্ধান্ত হবে ইংল্যান্ড দল আসছে কিনা! ইংল্যান্ডের তিন নিরাপত্তা প্রতিনিধি রেড ডিকসন, জন কার্ট ও ডেবিট লেথারওয়েল জেট এয়ারওয়েজের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সরাসরি হোটেলে চলে যাবেন তারা। সফরে তারা বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিপক্ষীয় সিরিজের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন। প্রতিনিধি দলের সদস্যরা ক্রিকেটারদের থাকার হোটেল, হোটেল থেকে মাঠে যাওয়ার রাস্তা ছাড়াও মাঠের চারপাশের পরিবেশসহ খেলা সংশ্লিষ্ট সব স্থানের নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন। বিসিবি সূত্রে জানা গেছে, তিন দিনের এই সফরের প্রথম দিনে প্রতিনিধিদলটি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আমেরিকান দূতাবাসে যাবেন। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন। দ্বিতীয় দিন মন্ত্রণালয়ে বৈঠক করবেন তিন সদস্যের এই প্রতিনিধিদল। সেখানে উপস্থিত থাকবেন র্যাব, পুলিশ, বিজিবি মহাপরিচালক এবং ডিজিএফআই কর্মকর্তারা। তৃতীয় দিনে তারা চট্টগ্রামে অবস্থান করবেন। সেখানে মাঠ ও নিরাপত্তা পর্যবেক্ষণ করবে দলটি। এর মধ্যেই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করতে পারেন বলে জানিয়েছে একটি সূত্র। গত মাসে গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২২ জন নিহত হবার পর বাংলাদেশ-ইংল্যান্ড সফর নিয়ে সংশয় দেখা দেয়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাদের শঙ্কা ও আতঙ্কের কথা বাংলাদেশকে জানোনো হয়। জঙ্গি হামলার পর বাংলাদেশের ক্রিকেট বোর্ডও নিজ দায়িত্বে নিরাপত্তা বাড়াতে দ্রুত পদক্ষেপ নেয়। বিদেশি সব কোচকে দেয়া হয় গানম্যান। এছাড়াও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসহ সব ক্রিকেট ভেন্যুতে নিরাপত্তাও জোরদার করা হয়। বিশেষ করে মিরপুর মাঠ ও সেখানে অবস্থিত বিসিবির কর্যালয়ে নিরাপত্তা তল্লাশি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। অন্যদিকে এর আগে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই সময় এরকম জঙ্গি হামলা না হলেও অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধিদল ফিরে গিয়ে রিপোর্ট দিলে অস্ট্রেলিয়া সরকার ও ক্রিকেট বোর্ড সফর স্থগিত করে। তবে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে এমনটাই বিশ্বাস করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.