দু’বছরেরও বেশি সময় পর লন্ডন থেকে দেশে ফিরেছেন ‘পাঞ্জাবিওয়ালা’ খ্যাত শিল্পী শিরিন। গতকাল সকালে তিনি ঢাকায় আসেন। এসেই ফেসবুক লাইভের মাধ্যমে বিষয়টি সবাইকে জানান। শিরিনের সর্বশেষ একক অ্যালবাম ‘রঙ্গিলা’ প্রকাশ হয়েছিল লেজারভিশনের ব্যানারে। সেই অ্যালবাম প্রকাশনার সময় সর্বশেষ তিনি ঢাকায় এসেছিলেন। এবারও উদ্দেশ্য হলো নতুন গান। এবারের সফরে বেশ কিছু গান শিরিন করবেন বলেও জানিয়েছেন। এ উদ্দেশ্যে সিলেট ও চট্টগ্রামও যাওয়ার কথা রয়েছে তার। দেশের বিভিন্ন জায়গা থেকে এর আগে গান সংগ্রহ করেও অ্যালবামে গেয়েছেন শিরিন। এবারও সেরকমটাই করবেন। এদিকে লন্ডন থেকে ঢাকায় আসা প্রসঙ্গে শিরিন বলেন, অনেক দিন পর দেশে এলাম। খুব ভালো লাগছে। দেশে নামলেই অন্যরকম একটি অনুভূতি কাজ করে। এবারও এসেছি কিছুদিনের জন্যই। তবে গান সংগ্রহ করা ছাড়া আরও কিছু কাজ করার ইচ্ছে রয়েছে। সেটা সময় হলেই সবাই জানতে পারবেন। উল্লেখ্য, শিরিনের অভিষেক হয় হাবিব ওয়াহিদের হাত ধরে। হাবিবের সুর ও সংগীতে তার ‘পাঞ্জাবিওয়ালা’ অ্যালবামটি বেশ ব্যবসা সফলতা অর্জন করেছিলেন। এরপর দ্বিতীয় একক ‘মাতওয়ালি’ দিয়েও শ্রোতা মহলে প্রশংসা কুড়ান। সর্বশেষ প্রকাশ করেন তৃতীয় একক ‘রঙ্গিলা’। এবার নতুন অ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছেন এ শিল্পী।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.