উপস্থাপনা জগতে এ মুহূর্তে বেশ আলোচিত নাম আমব্রিন। শুধু টিভি পর্দায় নয়, বিভিন্ন বড় বড় ইভেন্টগুলোও এখন তার দখলে। বিদেশি কোনো শিল্পী বাংলাদেশে পারফর্ম করতে এলেই সেটি উপস্থাপনার জন্য আমব্রিনকেই ডাক দেয়া হয়। এরই মধ্যে আতিফ আসলামের কনসার্ট, অরিজিৎ সিংয়ের কনসার্টসহ বেশ কয়েকটি ইভেন্টের কাজ করে নিজের যোগ্যতার জানান দিয়েছেন আমব্রিন। এ প্রসঙ্গে আমব্রিন বলেন, এখন দেশে-বিদেশে বেশকিছু ইভেন্টের কাজ করছি। আমার সত্যিই খুব ভালো লাগে যখন কোনো বড় শো-র উপস্থাপনার দায়িত্ব আমাকে দেয়া হয়। এসব শো-তে কাজ করতে গিয়ে অভিজ্ঞতা অনেক হয়। সে সঙ্গে আত্মবিশ্বাসটা তুঙ্গে থাকে। এ মাসের মাঝামাঝিতে আমেরিকায় একটি বড় শোয়ের কাজ করবেন বলে জানিয়েছেন আমব্রিন। পাশাপাশি ভারতেও একটি ইভেন্টের ব্যাপারে কথা চূড়ান্ত করতে যাবেন এ মডেল-উপস্থাপক। ২০১৫ সাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উপস্থাপনা করেই আমব্রিন নতুন করে আলোচনায় আসেন। এছাড়া টিভিতে দেশটিভির ‘সিনেমা এক্সপ্রেস’, এনটিভিতে ‘উদ্দীপন’ অনুষ্ঠানগুলোর কাজ করছেন। তবে কিছু কাজ থেকে এরই মধ্যে সরে দাঁড়িয়েছেন তিনি। নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ অনুষ্ঠানগুলোতেও দেখা মেলে আমব্রিনের। উপস্থাপনার পাশপাশি অভিনয়ও নিয়মিত করছেন তিনি। তবে নতুন করে কোনো নাটকের শুটিং করছেন না তিনি। দীর্ঘদিন ধরে উপস্থাপনা ও অভিনয় করছেন এ মডেল-উপস্থাপক। এ দুইয়ের মধ্যে উপস্থাপনাটাই বেশি পছন্দের আমব্রিনের। এ প্রসঙ্গে তিনি বলেন, অভিনয় ও উপস্থাপনার মধ্যে বেশি ভালোলাগা কাজ করে উপস্থাপনায়। এটি আমার ভালোবাসাও বলতে পারেন। আসলে উপস্থাপনা হলো যেটা বাস্তবের আমি। আমিটাকে টিভিপর্দায় দর্শক দেখতে পান। আর অভিনয় হলো যেটা আমি নই। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়া জগতে এসেছেন আমব্রিন। ক্যারিয়ার শুরুর এ জায়গাটি প্রসঙ্গে আমব্রিন বলেন, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা আমার জন্য বিশাল একটা প্ল্যাটফর্ম ছিল। সেখানে শীর্ষ দশ-এ অবস্থান করে এখন মিডিয়ায় নিয়মিত কাজ করছি। সত্যিই ওই প্ল্যাটফর্মটির কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। তবে আমি আজকের আমব্রিন হতে পেরেছি কিংবা আজ আমার যা অর্জন তার পেছনে অনেক শ্রমও দিয়েছি। প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে নিয়মিত কাজের পাশাপাশি অনেক শেখা হয়েছে। প্রতিনিয়ত ভালো কাজটা উপহার দেয়ার জন্য নিজেকে তৈরি করেছি। সবমিলিয়ে বলবো এই ৯ বছর মিডিয়া ক্যারিয়ারে অনেক পেয়েছি। তবে এখানেই শেষ নয়। আমাকে অনেক দূর যেতে হবে। শুধু বাংলাদেশে নয়। বিশ্বমানের উপস্থাপকদের একজন হতে চান আমব্রিন। তিনি বলেন, আসলে আমাদের দেশ থেকে তেমন কাউকে বিশ্বমাধ্যমে উপস্থাপনায় সুনাম অর্জন করতে দেখা যায়নি। সে জায়গা থেকে আমি সে চেষ্টায় থাকবো। বিপিএল নয় আইপিএল কিংবা বিশ্বের অন্য বড় বড় আয়োজনে হোস্ট হিসেবে নিজেকে দেখতে চাই। উপস্থাপনায় আলোচনায় এসে এরই মধ্যে চলচ্চিত্র নির্মাতাদেরও পছন্দের পাত্রীতে পরিণত হয়েছে উঠেছেন আমব্রিন। শোনা যাচ্ছে খুব শিগগিরই একটি চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি। তবে এসব কিছু চূড়ান্ত নয়। তার ভাষ্যে, আমি চলচ্চিত্রের ব্যাপারে আগে নার্ভাস ছিলাম। তবে গত কয়েক বছর ধরে টিভি পর্দায় অভিনয় করতে গিয়ে ধীরে ধীরে আত্মবিশ্বাস বেড়েছে। এখন আমি প্রস্তুত। এখনো কিছু চূড়ান্ত হয়নি। আবার একই সঙ্গে এ-ও বলছি যে চলচ্চিত্রের ব্যাপারে খুব যে সিরিয়াস তা কিন্তু নয়। ভালো গল্প ও পছন্দের নায়ক হলে চলচ্চিত্রে কাজ করবো।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.