ঢাকার পর চার ছক্কার লড়াইটা চট্টগ্রামে। আজ থেকেই শুরু হচ্ছে মাতামাতি। তবে লোকাল বয় ‘তামিম ইকবাল’ ফেভারিট থাকলেও অনেকের কাছে এবার পছন্দের জায়গায় রয়েছেন মুশফিক, মাহমুদুল্লাহ ও মিরাজ। বাদ নেই আফ্রিদি কিংবা সাঙ্গাকারাও। দল বেঁধে খেলা দেখা নিয়ে চলছে উত্তেজনা। ঘরের মাটিতে চিটাগং ভাইকিংস। টানা হারের পর জিততে পারবে তো আকরাম খানের ভাতিজার দল? অন্তত এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শক মহলে। নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের বড় আসর নিয়ে চলছে সাজসাজ রব। ২০ হাজার দর্শক আয়তনের এই মাঠে কখনোই দর্শক খরায় ভোগেনি বিসিবি। তাই টুর্নামেন্ট নিয়ে আশাবাদী কর্তৃপক্ষও। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিসিবির সহসভাপতি আজম নাছির বলেন, চাটগাঁতে ক্রিকেট উন্মাদনা বরাবরই বেশি। এখন স্কুল-কলেজ থেকে শুরু করে চাকরিজীবী পর্যন্ত সবারই আগ্রহ খেলা দেখা। তাই আশা করছি প্রচুর দর্শক হবে। বঙ্গোপসাগর সংলগ্ন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এখন প্রচুর শিশির। সন্ধ্যার পর ফিনফিনে বাতাস। ঘাস থাকছে ভেজা। দুপুরের ম্যাচগুলোর চেয়ে সন্ধ্যায় খেলা দেখার আগ্রহটাই বেশি- এমনটাই জানালেন প্রচুর দর্শক। আয়োজক কমিটি জানান, চট্টগ্রামে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১১টি। আগামী ২২শে নভেম্বর খেলার পর্দা নামবে। কেবল মাত্র ২০ তারিখ ছাড়া বাকি পাঁচ দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। দুটার পরিবর্তে দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর একটায়। আর দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা ৭টার পরিবর্তে হবে পৌনে ছয়টায়। শুক্রবার দুপুরের ম্যাচ আড়াইটার পরিবর্তে করা হয়েছে দেড়টায়। আর দিবারাত্রির ম্যাচটি সন্ধ্যা সোয়া ৭টার পরিবর্তে সোয়া ৬টায়। প্রথম ম্যাচেই তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। একই দিন সন্ধ্যার ম্যাচে নাঈম-সৌম্যর রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে বরিশাল বুলস। যার নেতৃত্বে রয়েছেন মুশফিকুর রহীম। আগামী ২৫শে নভেম্বর থেকে আবারো ঢাকায় ফিরবে বিপিএলের চতুর্থ আসর। ইতিমধ্যে চট্টগ্রাম এসে পৌঁছে গেছে সবকটি দল। দেশ-বিদেশের সব খেলোয়াড়দের পদচারণায় এখন মুখর চট্টগ্রামের ক্রীড়াঙ্গন। যেন মহামিলন ক্রিকেটারদের। প্রথম দিন এসেই চট্টগ্রামে অনুশীলনে নেমে পড়ে রংপুর রাইডার্স এবং খুলনা টাইটানস। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছে সাব্বির-মিরাজ-ড্যারেন স্যামিদের রাজশাহী। সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্সে দেখা গেলো আফ্রিদি ও সৌম্য সরকারের রংপুর কে। ঘাম ঝরাতে গতকাল সকালে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন ছিল সাকিবের ঢাকা। মহিলা কমপ্লেক্স মাঠে পালা করে অনুশীলন করেছে মাশরাফির কুমিল্লা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.