২০১০ সালে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছিল সাফ ফুটবলের প্রথম আসর। শুরুর ওই আসরে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। ২০১২ ও ২০১৪ সালে শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠিত পরের দুই আসরেও নেপালকে হারিয়ে শিরোপা অক্ষুণ্ন রাখে তারা। তিনটি আসরেই গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় বাংলাদেশ। শিলিগুড়ির এবারকার আসরেও ফেভারিট স্বাগতিক ভারত। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে শিরোপা জেতা বাংলাদেশ চাইছে এই আসরে ঘুরে দাঁড়াতে। সাফের ড্র অনুযায়ী ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান ও ভারত। অপর গ্রুপে পড়েছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। শক্ত গ্রুপে পড়েও ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ। এর ব্যাখ্যা দিতে গিয়ে দলটির কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, সিনিয়র পর্যায়ে আমরা এখনও ভারতের সমকক্ষ হতে পারিনি। তাই তো জোর দিয়ে শিরোপা জয়ের কথা বলতে পারছি না। আমার টার্গেট থাকবে রানার্সআপ হওয়া। সেক্ষেত্রে সেমিফাইনালে আমরা প্রতিপক্ষ হিসেবে পাবো অপর গ্রুপ চ্যাম্পিয়নকে। সেটা হতে পারে নেপাল। আমার মনে হয় এখন আমাদের নেপালকে হারানোর শক্তি রাখি। তবে সাফের এই আসরকে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূলপর্বের প্রস্তুতি হিসেবে দেখছেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। ‘বাংলাদেশের মূল লক্ষ্য হলো আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে ভালো করা। সাফে জাতীয় দলে খেললেও সেখানে অনূর্ধ্ব-১৬ দলের খেলোয়াড়দেরই প্রাধান্য থাকবে- বলেন তিনি।’ ২০১০ সালের প্রথম সাফ থেকেই দলের সঙ্গে আছেন সহকারী কোচ মাহবুবুর রহমান। এবারের সাফের প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে তিনি বলেন, সিনিয়র পর্যায়ের জন্য এখনো তারা পুরোপুরি তৈরি হয়নি। ভারত ও নেপালের সিনিয়র দল এখনো আমাদের চেয়ে অনেক শক্তিশালী। অনূর্ধ্ব-১৬-র মেয়েরা তাদের বিপক্ষেও লড়াই করতে পারবে ঠিকই; কিন্তু সাফল্যের কথা জোর দিয়ে বলা যাবে না। তবে এ দলটিকেই যদি আগামী তিন-চার বছর একসঙ্গে রাখা যায়, তাহলে অবশ্যই আমরা শক্তিশালী একটা দল পাব। এবারের সাফে সম্ভাবনার কথা বলতে গিয়ে মাহবুব বলেন, এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পরপরই তো আমরা ক্যাম্প শুরু করেছি। তবে মাঝখানে পরীক্ষার জন্য ২০-২১ দিনের ছুটি দিতে হয়েছে মেয়েদের। তাতে সেই আসরের ফর্মে একটু ছন্দপতন হতে পারে। তবে এখনো আমাদের সামনে মাসখানেক সময় আছে। আমরা তৈরি হয়েই যাব। সাফে এবারকার আসরে প্রাধান্য থাকবে অনূর্ধ্ব-১৬ দলের ফুটবলারদের। সেই দলের অধিনায়ক কৃষ্ণা রানীর মতে সাফে খারাপ করবে না বাংলাদেশ। গ্রুপ পর্যায়ে বাংলাদেশ ২৯শে ডিসেম্বর আফগানিস্তান ও ১লা জানুয়ারি ভারতের সঙ্গে খেলবে। দুই গ্রুপের দুই শীর্ষ দল পরবর্তীকালে খেলবে সেমিফাইনাল। আজকের খেলা বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি-২০ ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস চট্টগ্রাম, দুপুর ১টা কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগং ভাইকিংস চট্টগ্রাম, সন্ধ্যা ৫:৪৫ (চ্যানেল নাইন) ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট বিশাখাপত্তম, পঞ্চম দিন সকাল ১০টা (স্টার স্পোর্টস-১) ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজ জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা বুলাওয়ে, দুপুর ১টা (টেন ক্রিকেট) ইংলিশ প্রিমিয়ার লীগ ওয়েস্ট ব্রম-বার্নলি রাত ২টা (স্টার স্পোর্টস) স্প্যানিশ লা লিগা লেগানেস-ওসাসুনা রাত ১:৪৫ (সনি সিক্স)
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.