আজীবন সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। আগামীকাল শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরাম আয়োজিত ‘নয়নমণি সংস্কৃতি সন্ধ্যা’ শীর্ষক একটি অনুষ্ঠানে গুণী এই সংগীতশিল্পীর হাতে আজীবন সম্মাননা তুলে দেবেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল এমপি। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে সম্মাননা গ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন পাপিয়া সারোয়ার। তিনি বলেন, কাজের স্বীকৃতি অবশ্যই অনেক আনন্দের। যখন কোনো স্বীকৃতি পাই তখন বারবার শুধু একটি কথাই মনে হয় যে, ভালো কাজের মূল্যায়ন সবসময়ই হয়। আজ নতুন করে আজীবন সম্মাননা এই ভাবনাই ভাবিয়ে তুলছে বারবার। যারা আমাকে সম্মাননা দিচ্ছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুজ্জামান অপূর্ব জানান, আগামীকাল সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে ‘নয়নমণি সংস্কৃতি সন্ধ্যা’ অনুষ্ঠিত হবে। এদিকে আজ পাপিয়া সারোয়ারের জন্মদিন। এ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণত জন্মদিনে আমি হৈ চৈ পছন্দ করি না। পরিবারের সদস্যরা মিলে নিজেরাই ঘরোয়াভাবে দিনটি উদয্াপন করার চেষ্টা করি। এবারো ঠিক তাই হবে। তবে সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি সবসময়। উল্লেখ্য, রবীন্দ্র চর্চায় অনন্য অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ পাপিয়া সারোয়ার দেশে ও বিদেশে বিভিন্ন সম্মাননা পেয়েছেন। সম্প্রতি বাংলা একাডেমি তাকে ‘রবীন্দ্র পুরস্কার ২০১৩’ প্রদান করে। এছাড়া বাংলা একাডেমি সম্মাননাসূচক ফেলোশিপ ২০১৫ও প্রদান করেছে তাকে। সংগীতে পাপিয়া সারোয়ারের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় ছায়ানটে ১৯৬৬ সালে। ১৯৭৩ সালে তিনি সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। আতিকুল ইসলাম, ওয়াহিদুল হক, সানজিদা খাতুন, জাহিদুর রহিমের কাছে তিনি রবীন্দ্রসংগীতে তালিম নেন। ১৯৭৩ সালে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী সে সময় শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ভারত সরকারের বৃত্তি লাভ করেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.