জনপ্রিয় অভিনেতা গোলাম হাবিবুর রহমান আর নেই। গতকাল রাত রাত ১২টা ৩৫ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোলম হাবিবুর রহমান মধু হৃদরোগে আক্রান্ত। তার মৃত্যু বিষয়টি জানিয়েছেন বড় ছেলে বিদ্যুৎ। বাবার মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে তিনি বিষয়টি জানান। পরে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০০২ সালে বাবার প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল। চিকিৎসার পর সুস্থ হয়ে যান তিনি। বেশ ভালোই ছিলেন। গত রাতে বুকে প্রচণ্ড ব্যথা হলে আমাদের আদাবরের বাসার পাশেই হৃদরোগ ইনস্টিটিউটে বাবাকে নিয়ে যাই। ওয়ার্ড থেকে সিসিইউতে (কার্ডিয়াক কেয়ার ইউনিট) নিয়ে যাওয়ার সময় বাবা আমাদের ছেড়ে চলে যান। এদিকে তার মৃত্যুর খবর শোনার পর নাট্যঙ্গানে শোক নেমে এসেছে। বেশ কয়েকজন তারকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে সম্মান জানিয়ে স্মৃতিচারণ ও মন্তব্য করেছেন। তাদের মধ্যে আছেন, রওনক হাসান, নওশাবা, শাহনাজ খুশিসহ অনেকে। পারিবারিক সূত্রে জানা গেছে, এ অভিনেতার জানাজা হবে আদাবর বায়তুল আমান মসজিদে। এরপর তার দীর্ঘদিনের প্রিয় জায়গা শিল্পকলায় মরদেহটি নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে। গোলাম হাবিবুর রহমান মধু মাত্র ১৮ বছর বয়সে রাজশাহীতে মঞ্চের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু হয়। ১৯৬২ সালে বেতারে এবং ১৯৬৯ সালে তিনি টেলিভিশনে অভিনয় শুরু করেন। সেই থেকে এখন পর্যন্ত তিনি বেশকিছু জনপ্রিয় নাটক দর্শকদের সামনে এনেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘স্মাগলার’, ‘ ‘পেনশন’, ‘বর্তমান’, ‘সন্তান যখন শত্রু’, ‘চন্দ্রনাথ’ ইত্যাদি।