চরম লজ্জার মধ্যেও ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উন্নতি হলো বাংলাদেশের। এএফসি এশিয়া কাপের বাছাইপর্বের প্লে-অফে ভুটানের কাছে প্রথম লেগে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। ফিরতি লেগে ভুটানের মাঠে ৩-১ গোলে হারে তারা। এতে বড় লজ্জায় পড়ে বাংলাদেশ ফুটবল। ফিফা র্যাঙ্কিংয়ের ইতিহাসে সর্বনিম্ন ১৮৮-তে নেমে যায় বাংলাদেশ। এতে আগামী তিন বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না তারা। কিন্তু বাংলাদেশ ফুটবলের এমন হ-য-ব-র-ল অবস্থার মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হলো। ভালো না খেলেও সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১৮৮ থেকে ১৮৩-তে উঠে গেছে বাংলাদেশ। নামের পাশে রয়েছে ৮৪ পয়েন্ট। আসলে অন্য দলগুলো ভালো না করায় বাংলাদেশের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে আগের মতোই আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ১৬৩৪। গত নভেম্বর থেকে আর্জেন্টিনা রয়েছে শীর্ষে। তাদের ঠিক পরেই আছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে এক ধাপ পেছনে ফেলে তারা ওপরে উঠে গেছে। ২০১০ বিশ্বকাপের পর এই প্রথম শীর্ষ দুইয়ে উঠলো পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। এতে বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে বিশ্বের সবচেয়ে আলোচিত দুই ফুটবল দল আর্জেন্টিনা ও ব্রাজিল। এশিয়া মহাদেশে সবার ওপরে ৩০ র্যাঙ্কিংয়ে রয়েছে ইরান। এরপর দক্ষিণ কোরিয়া ও জাপানের র্যাঙ্কিং যথাক্রমে ৩৭ ও ৪৫। দক্ষিণ এশিয়ায় সবার ওপরে ভারত। তাদের র্যাঙ্কিং ১৩৭। এরপর আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান ও নেপাল রয়েছে যথাক্রমে ১৪৭, ১৫৪, ১৭৬, ১৮১তম স্থানে। র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ দল পয়েন্ট ১. আর্জেন্টিনা ১৬৩৪ ২. ব্রাজিল ১৫৪৪ ৩. জার্মানি ১৪৩৩ ৪. চিলি ১৪০৪ ৫. বেলজিয়াম ১৩৬৮ ৬. কলম্বিয়া ১৩৪৫ ৭. ফ্রান্স ১৩০৫ ৮. পর্তুগাল ১২২৯ ৯. উরুগুয়ে ১১৮৭ ১০. স্পেন ১১৬৬
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.