প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ক্রটি
হাঙ্গেরি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমানে যান্ত্রিক ক্রুটির ঘটনায় চার জনকে দায়ী করে প্রাথমিক রিপোর্ট তৈরি করা হয়েছে। আগামীকাল এ সংক্রান্ত রিপোর্ট বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দেবেন এ সংক্রান্ত তদন্ত কমিটি। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বিমানে যান্ত্রিক ক্রুটিকে জন্য মূলত ‘গাফিলতি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এজন্য পরিচালক (প্রকৌশল) উইং কমান্ডার আসাদউজ্জামান,প্রকৌশলী দেবেশ রায় ও আরও দুই জনকে প্রাথমিকভাবে দায়ী করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ দেশে ফেরার পর সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হবে। এরপরই চূড়ান্ত করা হবে তদন্ত রিপোর্ট। এদিকে গত সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই দুটি কমিটি করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গঠিত কমিটিতে চীফ অফ টেকনিক্যাল ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীকে প্রধান করা হয়েছে। অপর কমিটি করা হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের তদন্ত কমিটিতে সদস্যরা হলেন- চীফ অফ ফ্লাইট সেফটি ক্যাপ্টেন সোয়েব চৌধুরী, ডেপুটি চীফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ ও ম্যানেজার (কোয়ালিটি অ্যাসুরেন্স) নিরঞ্জন রায়। বিমান ও পর্যটনমন্ত্রী এ সময় সাংবাদিকদের সামনেই বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ফোন করেন। মন্ত্রী ওই কর্মকর্তাকে বলেন, আপনি এখনও কাউকে সাসপেন্ড করেননি। এটা তো করতে হবে আপনাকে। কাউকে প্রিলিমিনারি তো আপনাকে করতে হবে।…ভিভিআইপি ফ্লাইটের চার্জে কি কেউ থাকে না? এরপর বিমান ও পর্যটনমন্ত্রী সাংবাদিকদের বলেন, একজন ইঞ্জিনিয়ার ভিভিআইপি ফ্লাইটের দায়িত্বে থাকেন। তার বিষয়ে ( শাস্তিমূল ব্যবস্থা নেওয়া) দেখা হচ্ছে। এর আগে গত রোববার হাঙ্গেরি সফরে রওনা হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বোয়িং ৭৭৭ তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি করে। ক্রটি মেরামতের পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বুদাপেস্টে পৌঁছান।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.