কয়েকদিন আগের কথা। নিজের প্রযোজিত ও অভিনীত ‘বিজলি’ ছবির দৃশ্যধারণের কাজে ইউরোপের আইসল্যান্ডে গিয়েছিলেন ববি। তীব্র শীতের মধ্যে শুটিং করেছেন। সেখান থেকে ফেরার পর তিনি মানবজমিনকে বলেন, এ ছবির দৃশ্যায়ন, গল্প ও ভিজুয়্যাল ইফেক্ট দর্শক মনে রাখবে। ছবিটির দৃশ্যধারণের সময় সিলেটে আমি আহতও হয়েছিলাম। এ ছবি নিয়ে তাই আমার অনেক স্মৃতি মনে গেঁথে আছে। এরই মধ্যে ছবির কাজ শেষ হয়েছে। আমার বিশ্বাস, ছবিটি সবাই পছন্দ করবে। ববস্টার ফিল্মস এর ব্যানারে চলতি বছরের ২৩শে এপ্রিল ববি এক সংবাদ সন্মেলনের মাধ্যমে ‘বিজলী’ ছবির মহরত ঘোষণা করেন। ইফতেখার চৌধুরীর চিত্রনাট্য ও পরিচালনায় ববির সঙ্গে এ ছবিতে আরো কাজ করেছেন শতাব্দি রায়, রণবীর, ইলিয়াস কাঞ্চন, জাহিদ হাসানসহ আরও অনেকে। এতে কলকাতার মডেল-অভিনেতা রণবীর অভিনয় করেছেন ববির বিপরীতে। এ ছবিটি নিয়ে ববি আরও বলেন, বলিউডে ‘কৃষ’ চলচ্চিত্রে যেমন সুপারহিরো হৃতিক রোশনের বিশেষ ক্ষমতা দেখা গেছে। হলিউডে যেমন ব্যাটম্যান, সুপারম্যান, ওয়ান্ডার ওম্যানের মতো অনেক সুপারহিরো আছে, ‘বিজলী’ ছবিতেও তেমন একজন সুপারওম্যান দেখা যাবে । সেটা আমি। নানান প্রতিকুলতায় সে তার সুপার পাওয়ার ব্যবহার করবে। উল্লেখ্য, ‘বিজলী’ বেশ বড় বাজেটের একটি ছবি। ববি জানান, চলচ্চিত্রের দুর্দিনে এই ধরনের বড় বাজেটের ছবিতে তিনি হাত দিয়েছেন প্রযোজক হিসেবে দর্শকদের মানসম্পন্ন একটি ছবি উপহার দেয়ার লক্ষ্যে। এদিকে সবশেষ ববি অভিনীত ‘ওয়ানওয়ে’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও বাপ্পি চৌধুরী। এ ছবিটিও পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। সম্প্রতি সরকারি অনুদানের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ববি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন সংগীতশিল্পী এসডি রুবেল। স্বপন চৌধুরী পরিচালিত এ ছবির নাম ‘বৃদ্ধাশ্রম’। এ ছবির জন্য ববি গাজীপুরের একটি বৃদ্ধাশ্রমেও গিয়েছেন। কয়েকদিন সেখানে কাটিয়েছেন। এ প্রসঙ্গে ববি বলেন, এ ছবিতে সমাজসেবী ও একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। বৃদ্ধাশ্রমের পরিবেশ বোঝার জন্যই কয়েকদিন সেখানে ছিলাম। শুটিংয়ের কারণে সেখানে হোমের বাসিন্দাদের সঙ্গে মিশেছি, কথা বলেছি। তাদের সুখ-দুঃখের কথা জানার চেষ্টা করেছি। তাদের কথা শুনে মন খারাপ হয়ে গেছে বারবার। খুব শিগগিরই এর কাজ শুরু হবে। ববি জানিয়েছেন পুরানো ছবিতে যেভাবে দর্শকরা তাকে দেখেছেন তা থেকে বের হয়ে সামনের ছবিগুলোতে ভিন্ন রূপে হাজির হতে যাচ্ছেন তিনি। আর সেটা দেখার জন্য আরও কিছুদিন দর্শকদের অপেক্ষা করতে হবে। আন্তর্জাতিক প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতেও অভিনয় করছেন ববি। যেটি প্রযোজনা করছে যুক্তরাজ্যের কেবি পিকচার্স ও ট্রাইটন ফিল্ম প্রোডাকশনস। ছবির নাম ‘মাল্টা’। ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। ছবিটিতে ববির বিপরীতে অভিনয় করছেন বলিউডের অভিনেতা ভাটসাল শেঠ। পুরো ব্যাপারটি নিয়ে ববি দারুণ রোমাঞ্চিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাল্টা’ ছবির গল্প সমুদ্র্র্রঘেরা দ্বীপরাষ্ট্র মাল্টার মানুষের জীবন নিয়ে। এখন ছবির শুটিং হবে মাল্টাতেই। বর্তমানে এ ছবিসহ আরেকটি নতুন ছবির জন্য প্রস্তুত হচ্ছেন ববি। তবে নতুন ছবিতে কাজ করার বিষয়ে শর্ত আছে তার। ভালো গল্প ছাড়া নতুন কোনো ছবিতে কাজ করছেন না তিনি। ইফতেখার চৌধুরীর ‘খোঁজ : দ্য সার্চ’ চলচ্চিত্রের ক্যাপ্টেন ববি চরিত্রে অভিনয়ের মাধ্যমে ২০১০ সালে বাংলা চলচ্চিত্রে অভিষিক্ত হন এই অভিনেত্রী। এরপর ‘দেহরক্ষী’, ‘রাজাবাবু’, ‘এ্যাকশন জেসমিন’-এর মতো চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। ধীরে ধীরে আরও সামনে এগিয়ে যাচ্ছেন তিনি। সবশেষে ববি বলেন, দর্শকদের ভালো ছবি উপহার না দিতে পারলে তারা কখনই সিনেমা হলে ফিরে আসবে না। এই অন্ধকারটা কাটিয়ে ওঠার জন্য পরিচালক, প্রযোজক ও শিল্পীদের এক হয়ে কাজ করতে হবে। আমি ববি সেই চেষ্টাই করছি। এজন্য আমার সামনের ছবিগুলোতে কোনো কম্প্রোমাইজ করতে চাই না।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.